নির্বাচন সংক্রান্ত - TopicsExpress



          

নির্বাচন সংক্রান্ত নিরাপত্তার জন্যে ইন্ডিয়া আইপিএল ৭, ২০১৪ এর আসর যৌথভাবে বাংলাদেশ এবং ইন্ডিয়াতে আয়োজন করার চিন্তা করছে। নিরাপত্তার আরো প্রশ্ন উঠলে ইন্ডিয়াতে ছারাই বাংলাদেশ এবং বিকল্প হিসেবে শ্রীলংকাতেও কিছু ম্যাচ আয়োজন করার চিন্তা আছে তাদের মাথাই। ২০০৯ সালে আফ্রিকাতে অনুষ্ঠিত আইপিএল সিজেন ২ তেহ ব্যাপক আর্থিক লোকসান হবার কারনেই বিসিসিআই আফ্রিকাতে আইপিএল এর খেলা আয়োজন করতে চাইনা। আর ইংল্যান্ড অনেক আগেই পরিষ্কার করে জানিয়েছে তারা নিজেদের দেশে অন্য কোন দেশের টুর্নামেন্ট আয়োজন করতে কখনো মাঠ দিবেনা। আপনাদের মন্তব্য কি? বিসিবি এর কি উচিত আইপিএল ৭ এর আসর, ভারতীয় সংস্ক্রিতির নেংটা নাচ গান এইসব আমাদের দেশে আয়োজনের অনুমতি দেওয়া। মনে রেখেন লুইচ্চামি আর শয়তানী বুদ্ধি তেহ ইন্ডিয়া বিশ্বসেরা। হয়তো এবার ইন্ডিয়া ৪/৫ তা বাংলাদেশি খেলোয়ার কিনবে, বাংলাদেশের সাথে পুর্নাঙ্গ একটি সিরিজ খেলার আশা দিবে। আর বিসিবি সেই আশাই নিজেদের মাঠে আইপিএল এর খেলা আয়োযন করার অনুমতি দিবে। #বাঘের_বাচ্চা।
Posted on: Tue, 10 Sep 2013 14:52:16 +0000

Recently Viewed Topics




© 2015