নাস্তিকব্রেনের error: ঈশ্বর - TopicsExpress



          

নাস্তিকব্রেনের error: ঈশ্বর অদৃশ্য তাই ঈশ্বরের অস্তিত্ব নেই By Brother Farhad Hossain Mithu. আমি পূর্বে এক পোস্টে (কমেন্টে দেখুন) আলোচনা করেছি যে কোন কিছুকে অস্তিত্বহীন প্রমাণ করার আগে সেই বিষয়টার অস্তিত্ব আছে বলে ব্রেনকে বিশ্বাস করতে হয় আর এই সাময়িক বিশ্বাস সৃষ্টির জন্য ব্রেনকে সেই বস্তুর ইমেজ তৈরী করতে হয়। কিন্তু মানুষের ব্রেন স্রষ্টার ইমেজ তৈরী করতে সক্ষম নয় বলে ব্রেন Error সাইন দেখায় এবং বলে যে এই পদ্ধতিতে এই ডাটা এনালাইজ করা সম্ভব না , অন্য পদ্ধতিতে এই ডাটা এনালাইজ করে সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু নাস্তিকরা যেটা করে সেটা হল তারা Error সাইন দেখেই সিদ্ধান্ত নিয়ে ফেলে যে স্রষ্টা বলতে কেউ নেই বা স্রষ্টার অস্তিত্ব থাকার কোন যৌক্তিকতা নেই যেহেতু স্রষ্টাকে দেখা যায় না । Seeing is Believing এই নীতিতে এরা বিশ্বাসী। কিন্তু যারা Laws Of Optics সম্পর্কে জানে তারা বুঝে যে Seeing is NOT Believing । কারণ বর্তমানে এমন সব Optical illusion এর সৃষ্টি করা সম্ভব হয়েছে যাতে করে প্রমাণ করা গিয়েছে যে মানুষের দৃষ্টি সীমাবদ্ধ। Optical illusion গুলো ম্যাজিশিয়ানরা খুব বেশি ব্যবহার করে।যেমন ধরুন-- খাঁচায় বন্ধী একটা হাতিকে একজন ম্যাজিশিয়ান গায়েব করে দিতে পারে।এখন দর্শক কি এটা দেখেই বিশ্বাস করে ফেলবে? না করবে না কারণ দর্শকের ব্রেন জানে যে সে একটা ম্যাজিক শোতে এসেছে এবং ম্যাজিশিয়ানরা ট্রিক ইউজ করে ম্যাজিক দেখায়। অর্থাৎ ব্রেন আগে থেকেই এই ব্যাপারে জানার কারণে সে এই ম্যাজিকের ডাটা এনালাইজ করে সিদ্ধান্ত দেয় যে এটা সত্য নয়। এখন ব্যাপারটাকে অন্যভাবে দেখি। ধরুন একদল মানুষ চিড়িয়াখানায় গিয়েছে হাতি দেখতে।কিন্তু যখন সে একটা বড় হাতির খাঁচার সামনে আসল তখন দেখল হাতিটা গায়েব হয়ে গিয়েছে। তখন সেই মানুষগুলোর ব্রেন ডাটা এনালাইজ করতে পারবে না যথাযথভাবে যেমনটা ম্যাজিক শোতে পেরেছিল এবং অজ্ঞরা হয়তো বিশ্বাস করেও ফেলতে পারে যে হাতিরা আসলেই গায়েব হয়ে গিয়েছে কিন্তু যারা তুলনামূলকভাবে জ্ঞানী তারা জানে যে এটা সম্ভব না আর যদি সম্ভবও হয় তাহলে হাতিকে Teleportation এর মাধ্যমে অন্য কোথায়ও Teleport করতে হবে।কিন্তু Teleportation এর জন্য শরীরের প্রতিটা অণুর সঠিক অবস্থান জানতে হবে কিন্তু এটা Heisenberg Uncertainty Principleকে (একটা ইলেক্ট্রনের সঠিক অবস্থান ও গতি একইসাথে জানা সম্ভব নয়) ভায়োলেট করে ।এছাড়া এটা যদি সম্ভবও হয় তাহলে এর জন্য প্রয়োজনীয় টেকনোলজি এখনো আবিষ্কার হয়নি আর তাই জ্ঞানীরা সিদ্ধান্ত নিবে যে এটা কোন একধরনের Optical illusion। (আসলে খাঁচার শিকগুলোতে আয়না লাগিয়ে এই illusion সৃষ্টি করা হয়) এজন্য কোন কিছু দেখলেই সেটার প্রতি বিশ্বাস আসবে কিনা সেটা নির্ভর করে Intellectual Development এর উপর। চিন্তা করুন একবার , রসূলুল্লাহ্‌ (সঃ ) যখন চাঁদকে দ্বিখন্ডিত করলেন তখন একদল লোক বলেছিল সেটা নাকি জাদু এবং তারা ইসলাম গ্রহণ করতে অস্বীকৃতি জানায় ! কিন্তু আরেকদল লোক ঠিকই ইসলাম গ্রহণ করেছিলেন কারণ তাঁরা এই ঘটনা নিয়ে চিন্তা-ভাবনা করেছিলেন । তাঁরা বুঝতে পেরেছিলেন এটা জাদু হতেই পারে না কারণ তাঁরা রসূলুল্লাহ্‌ (সঃ) কে নবুওতের আগে কখনই জাদু শিখতে কিংবা জাদু দেখাতে তাঁরা দেখেননি। এছাড়া এই ধরনের ঘটনা ইতিপূর্বে কেউই কখনোই দেখাতে পারেনি ।ফলে Logical Reasoning এর মাধ্যমে তাঁরা বুঝেছিলেন যে এটা মুজিযা । আরেকটা ঘটনা আছে মূসা (আঃ) এর। যখন মূসা (আঃ) এর লাঠি সাপে পরিণত হয়ে অন্য যাদুকরদের সাপগুলোকে খেয়ে ফেললো তখন যাদুকররা বিস্ময়ে অভিভূত পড়েছিল এবং জাদুকররা Logical Reasoning এর মাধ্যমে বুঝেছিলেন যে এটা আসলে জাদু না। কিন্তু ফেরাউন মূসা (আঃ) কে জাদুকরদের সর্দার বলে অভিযোগ করল। ক্বুরআনে এই সম্পর্কে বর্ণিত হয়েছে-- তারপর জাদুকররা সিজদাবনত হল ও বলল , আমরা হারুন ও মূসার প্রতিপালকের প্রতি ঈমান আনলাম। ফিরআউন বলল : কী , আমি তোমাদেরকে অনুমতি দেয়ার পূর্বেই তোমরা মূসাতে বিশ্বাস স্থাপন করলে!দেখছি ,সে তো তোমাদের প্রধান, সে তোমাদেরকে জাদু শিক্ষা দিয়েছে। (সূরা তা-হা ) এই ঘটনা দুটো দেখলে বুদ্ধিমান ও অজ্ঞের মধ্যে পার্থক্যগুলো স্পষ্ট হয়ে উঠে। যেখানে বুদ্ধিমানরা Logical Reasoning এর মাধ্যমে শয়তানের ওয়াসওয়াসাকে অগ্রাহ্য করে আল্লাহ্‌ তাআলার নিদর্শন দেখে আল্লাহ্‌ তাআলার উপর বিশ্বাস স্থাপন করে সেখানে অজ্ঞরা নিজেদের গোঁড়ামির কারণে Logical Reasoning করতে অলসতা দেখায় এবং শয়তানের দ্বারা বিভ্রান্ত হয়। বিভিন্ন যুগের অজ্ঞদের ব্রেনের ব্যবচ্ছেদ করলে এই ঘটনাই দেখতে পারবেন, ইনশাআল্লাহ্‌ । (এখানে বলে রাখি Logic দেখিয়ে আল্লাহ্‌ তাআলার বিধান অমান্য করা হল একধরনের অজ্ঞতা।তাই আল্লাহ্‌ তাআলার উপর বিশ্বাস আনার পর শুনলাম এবং মানলাম নীতি ফলো করাই হল Intellectual Development এর লক্ষণ। )
Posted on: Sat, 15 Mar 2014 08:27:59 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015