নটর ডেম কলেজ এবং - TopicsExpress



          

নটর ডেম কলেজ এবং বাংলাদেশের পক্ষে একমাত্র আমার লেখাটি, যা 2009 সালে NASA (USA) এর Cosmos Magazine এ জায়গা করে নেয় এবং Almighty, Al-Quran & Science | Interlinked শিরোনামে Thesis (প্রবন্ধ) টি প্রকাশিত হয়। সেই Thesis টি বাংলায় তুলে ধরলাম। স্রষ্টা, কোরআন এবং বিজ্ঞান জ্ঞানের স্বল্পতায় অনেকেই ধর্ম এবং বিজ্ঞানকে দুটি বিপরীত মেরু মনে করেন। অনেকই অজ্ঞতার দরূণ মহাবিশ্বে প্রতিপালক থাকার কথা অস্বীকার করেন। বলেন, যুক্তি-তর্কে স্রষ্টার অস্তিত্ব বিনষ্ট হয়। এই তাদেরকে দৃষ্টি মেলে দিতেই রয়েছে বৈজ্ঞানিক যুক্তিসহ স্রষ্টার অস্তিত্বের প্রমাণ। যুক্তি প্রদর্শনের আগে Scientist Albert Einstein এর কথা উল্লেখ প্রয়োজন। তিনি বলেন, Science without religion is lame & religion without science is blind. (ধর্ম ছাড়া বিজ্ঞান খোঁড়া এবং বিজ্ঞান ছাড়া ধর্ম অন্ধ।) স্রষ্টা আছেন!!! লক্ষ্য করি নিজের দেহের দিকে। ছোট দেহে লক্ষ-লক্ষ জীবাণুর আক্রমণ। অথচ সূক্ষ Antibodyর কারণে আমরা টিকে আছি। দেহের গঠন-কাজের একক Cell (কোষ)। এই ক্ষুদ্রাতি-ক্ষুদ্র Cell এর সৃষ্টি নিয়ে নানারকম মতবাদ প্রচলিত। সর্বাধিক স্বীকৃত মতবাদ এরূপঃ Carbon, Nitrogen, Oxygen, Hydrogen এবং Sulpher এর হাজার হাজার পরমাণু মিলে একটি Protein (আমিষ) কণা (অণু) তৈরি করে। যা থেকে ধীরে ধীরে Cell তৈরি হয়। French Aline এর মতে এমনটা হবার সম্ভাবনা মাত্র 1/10^160 %; যা শূণ্যের অতি নিকটে! তাই এই মতবাদ সত্যি হবার সম্ভাবনা নেই বলাটাই সহজ। (উল্লেখ্যঃ একটা সদ্যজাত শিশুর শরীরে গড়ে Cell থাকে 6×10^9 টি!!) Charles Guy এর হিসেব মতে, Carbon, Nitrogen, Oxygen, Hydrogen এবং Sulpher থেকে একটি Protein কণা তৈরি হতে সময় লাগবে কমপক্ষে 10^263 বছর!!! তাহলে, একটিসদ্যজাত শিশুর জন্ম হতে কত বছর প্রয়োজন??? সাধারণ গাণিতিক হিসেবে, (6×10^9)×10^263 বছর =6×10^272 বছর (!!!!) আর এর সম্ভাবনা শূণ্য শূণ্য। মানে সময়টা এর চাইতেও ঢের বেশী লাগবে, Naturalistদের হিসেবেই। অথচ মায়ের পেটে সন্তান তৈরি হতে কমবেশী 288 দিন সময় নেয়; 6×10^272 বছর নয়। এর মানে দাড়ায় অবশ্যই শক্তিশালী কেউ আছেন যিনি এটা করতে পারেন। এবং করে যাচ্ছেন। তিনিই সবার স্রষ্টা। বর্তমান Scintific Researchর বদৌলতে আমরা জানি, কেবল 1টা DNA তে যে পরিমাণ তথ্য থাকে তা কাগলে লিখলে A4 সাইজের 1Million (100,000) পৃষ্ঠা দরকার হত(!!); যাতে 5 Billion (500,000,000) তথ্য থাকত (!!) এবং Encyclopidia Brittinica এর সর্বমোট 23 Volume এর 40 গুণ হত (!!!)। মানুষ গড়ে 100 Trillion (100,000,000,000,000) Data Bank বহন করছে!!! এথেকে সহজেই প্রতীয়মান হয় যে প্রতিপালক-স্রষ্টা মহাশক্তিধর, মহাবিজ্ঞানী। আরো নিদর্শন রয়েছে। ফুসফুসের 70 কোটি (700,000,000) বায়ুথলী। 50,000 Kg খাদ্যগ্রাহী পাকস্থলী। প্রতিদিন 6,500 Litre রক্ত সঞ্চালনকারী হৃদপিণ্ড। 2 Million (2,000,000) Renal Tubal (যার সম্মিলিত দৈর্ঘ্য 40 মাইল) যুক্ত কিডনী। 100 কোটি (1,000,000,000) স্নায়ুযুক্ত; 1 Sec সময়ে 1 কোটি (10,000,000) জটিল গাণিতিক হিসেব করতে সক্ষম আমাদের মষ্তিষ্ক। গবেষণা গ্রন্থ, উৎস ভান্ডার- আল কুরআন!!! মুসলমানদের গৌরব এবং সাড়া বিশ্বের আজও গবেষণার উৎস, বিষয়, সহায়িকা গ্রন্থ এবং বিপুল তথ্য ভান্ডার (Data Bank) হিসেবে ব্যবহৃত হচ্ছে NASA, NACCA, Royal Accademy (London), Rebolutionary Research Institute (Iran) সহ বিশ্বের প্রায় সব গবেষণাগারে। বিশ্বে প্রতি বছর Best Sold Book এই আল কুরআন নেহাৎ কোন ধর্মগ্রন্থ নয়। এটি জ্ঞানীদের জন্য জ্ঞানের আসর, বিজ্ঞানীদের জন্য গবেষণাগার, ভাষাবিদদের জন্য এক প্রামাণ্য ব্যকরণ বই, কবি-সাহিত্যিকের জন্য অমূল্য সাহিত্য। প্রবিত্র আল কুরআনকে নিয়ে বলা হয়, We must not be surprised to find the Quran as the fountain head of all thebsciences. Every subject connected with heavens of earth, human life, commerce & various traders are occasionally touched upon & this gave ripe to the production of numerous monographs forming commentaries on part of the holy book. ~Dr. Harting Herschefld: New Research into the composition & Exegesis of the Quran (1906) কুরআনে বিজ্ঞানের আলোচনা এসেছে বারংবার। কেননা স্বয়ং আল্লাহ তাওয়ালাই মহাবিজ্ঞানী। সুপ্রাচীন সময় থেকেই মানুষের জন্ম এবং ক্রমবিকাশ নিয়ে বিতর্ক ছিল। ★দার্শনিক Aristotle এর মতে, ধাতুস্রাব থেকেই মানুষের গঠন এবং প্রকৃতি সৃষ্টি হয়। ★আবার কারো মত ছিল, পুরুষের শুক্রাণু অথবা মহিলার নিঃসৃত যৌন রসের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র জীব থাকে, যা পরবর্তীতে জরায়ুতে বেড়ে উঠে। এসব মতবাদগুলো ছিল ভুলে ভরা, অনুমান নির্ভর। আর এভাবে 1900 সালের পূর্বে বিভিন্ন মতবাদের পর সমাধান পাই বিংশ শতাব্দীতে এসে। অথচ এর সঠিক তথ্য-জ্ঞান 1400 বছর আগেই আল কুরআন উপস্থাপন করে। ▶◀আল কুরআনে বর্ণিত মানব ভ্রূণের রূপান্তরঃ (সংক্ষেপে) নুতফা/আমসাজ (Zygote) → আলাক (Embryo) → মুগদাহ (Somites) → ইযামা (Ossification) → লাহম (Muscle Formation)→ আনসা (Fetal Period) বিস্তারিতঃ ★আল্লাহ তাওয়ালা আল কুরআনে মানুষের জন্মের একটি বিশেষ দিক নিয়ে প্রশ্ন করেনঃ It is we who have created you; why will ye not witness the truth? Do ye then see?- The (human seed) that you though out- It is ye who create it or are we creators? (AL-WAQIAH: 57-59) অর্থঃ আমিই তোমাদের সৃষ্টি করেছি তবে কেন তোমরা বিশ্বাস করছ না? তোমরা কি ভেবে দেখেছ, তোমাদের বীর্যপাত সমন্ধে, তা কি তোমরা সৃষ্টি কর না আমি সৃষ্টি করি? (আল-ওয়াকিয়াঃ 57-59) ★আল্লাহ বলেন মানুষকে কয়েকটি ধাপে সৃষ্টি করা হয়ঃ What is the matter with you, that ye place not you hope for kindness & long suffering in Allah- Seeing that it is He that has created you in diverse stages. (NUH: 13-14) অর্থঃ তোমাদের কি হয়েছে যে আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করতে চাইছো না, অথচ তিনি তোমাদের সৃষ্টি করেছেন পর্যায়ক্রমে। (নূহঃ 13-14) ★আল্লাহ আল কুরআনের সর্ব প্রথম নাযিলকৃত অংশে প্রকাশ করেন যে মানুষ তৈরি হয় জমাট বাঁধা রক্ত হতেঃ Proclaim! In the name of the Lord & Cherisher who created- Created men, out of a (mere) clot of congealed blood. (AL ALAQ: 1-2) অর্থঃ পড়! তোমার প্রভুর নামে যিনি (তোমাকে) সৃষ্টি করেছেন। যিনি (তোমাকে) সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত থেকে। (আল আলাকঃ 1-2) ★মানুষকে আল্লাহ মাটির উপাদান দ্বারা তৈরি করেছেন। যার ফলস্রুতিতে লাশ মাটিতে পঁচে মিশে যায়। তিনি মানুষের দেহকে স্তরে স্তরে তৈরি করেছেনঃ Man we did create from quintessence; then we placed him as sperm in a place of rest, firmly fixed; then we made the sperm into a clot of congealed blood; then that of clot we made (foetus) lamp; then we made out that lamp bones & clothed the bones with flesh; then we developed out of it another creature. So blessed be Allah. The best to create! (MUMINUN: 12-14) অর্থঃ আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির উপাদান থেকে; অতঃপর আমি তোমাদের শুক্রবিন্দু রূপে স্থাপন করি এক নিরাপদ আধারে; অতঃপর আমি শুক্রবিন্দুকে পরিণত করি আলোকে; অতঃপর আলোকে পরিণত করি পিণ্ডে এবং পিণ্ডকে পরিণত করি অস্থি-পাঁজরে; অস্থি-পাঁজর ঢেকে দেই গোশত দ্বারা। অবশেষে গড়ে তুলি অনন্য এক সৃষ্টিরূপে। অতএব, সর্বোত্তম স্রষ্টা আল্লাহ কত মহান! (মূমিনুনঃ 12-14) ★সন্তান জন্মদানে পুরুষ এবং স্ত্রী উভয়ইভূমিকা পালন করে। এ প্রসঙ্গে আল্লাহ বলেন, Varily we created man from avdrop of mingled sperm, in order to try him: So we gave him (the gifts), of Hearing & Sight. (AL DAHR: 8) অর্থঃ আমি তো মানুষকে তৈরি করেছি মিলিত শুক্রবিন্দু হতে, তাকে পরীক্ষা করার জন্যঃ অতঃপর আমি (উপহার সরূপ) তাকে করেছি শ্রবণ ও দৃষ্টি সম্পন্ন। (আল দহরঃ 8) ★সবশেষে আল্লাহ মানুষের অস্থিগুলো বিন্যাস-সংযোজন করে ঢেখে দেনঃ Look further at the bones; How we bring them togather & clothe them with flesh. (AL BAQARAH: 259) অর্থঃ আর অস্থিগুলোর দিখে লক্ষ্য করো; কীভাবে আমি সেগুলোকে সংযোজিত করি এবং গোশত দ্বারা ঢেকে দেই। (আল বাকারাহঃ 259) যুগান্তকারী আবিষ্কারসমূহের সূত্রপাত আল কুরআন থেকেই!!! ★ বর্তমান যুগের সর্বাধিক আলোচিত মানুষ সনাক্তকরণ পদ্ধতি, Finger Print; এ সমন্ধে 1400 বছর আগেই বলা হয়ঃ Does man think that we can not assemble his bones? Nay, we are are able to put togather in perfect order. The very tips of his fingers. (AL QIYAMAH: 3-4) অর্থঃ মানুষ কি মনে করে যে আমি তাদের অস্থিসমূহ একত্রে করব না? বস্তুত আমি তাদের আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত পূর্ণ-বিন্যাস করতে সক্ষম। (আল-কিয়ামাহঃ 3-4) ★আমরা ধাতব গঠন মজবুত করতে ধাতব সংকরে বিভিন্ন অনুপাতে লৌহ মিশিয়ে থাকি। আর আমাদের রক্তেও লৌহ একটি গুরুত্বপূর্ণ উপাদান। আল্লাহ বলেন, We send down Iron in which is (material for) mighty war, as well as many benefits for mankind. (AL HADID: 25) অর্থঃ আমি সৃষ্টি করেছি লৌহ যাতে রয়েছে প্রচন্ড রণশক্তি এবং মানুষের বহুবিদ উপকার। (আল হাদিদঃ 25) ★ আল্লাহ আমাদের সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা-স্বাধীনতা দিয়েছেন। তবে কাজের সিদ্ধান্তের শাস্তিসরূপ অগ্রভাগের চুল ধরে টানার কথা বলেছেন। আমরা বর্তমান গবেষণার কল্যাণে জানি যে অগ্রভাগের চুলের নিচেই সিদ্ধান্ত অঞ্চল (Potential Area)। Let him beware! If he desist not, we will drag him by forelock. A lying, sinful forelock! (AL ALAQ: 15-16) অর্থঃ তাকে সাবধান করো! যদি সে বিরত না হয় তবে আমি তার মষ্তিষ্কের সামনের কেশগুচ্ছ ধরেই হেঁচড়াবই। মিথ্যাচারী, পাপীর কেশগুচ্ছ। (আল আলাকঃ 15-16) ★ আমাদের চামড়ার নিচেই Pain Receptor, যার কাজ অনুভূতি গ্রহণ। পুড়ে যাওয়া মানুষের Pain Receptor কৃত্রিমভাবে অবশ করা হয় তাকে যন্ত্রণা থেকে মুক্তি দিতে। Medical Science নিয়ে এখনও কাজ করে যাচ্ছে Pain Receptorকে প্রতিস্থাপন করতে। আল্লাহ পাপীদের Pain Receptor বারংবার প্রতিস্থাপন করবেন যাতে তারা শাস্তি ভোগ করেঃ These who rejects our signs, we shall soon cast into fite; As often as their skins are roasted through, we shall change them for fresh skins, that they may taste the Penalty: for Allah is Exalted in Power, Wise. (NISA: 56) অর্থঃ যারা আমার আয়াতকে প্রত্যাখ্যান করে আমি (তাদের) দোযখের অগ্নিতে দগ্ধ করবই। আর যখন তাদের চর্ম এই অগ্নিতে দগ্ধ হবে তখন এর স্থলে নতুন চর্ম সৃষ্টি করব যাতে তারা শাস্তি ভোগ করে। (নিসা: 56) ★ আল্লাহ জ্ঞান আহরণের জন্য বিশ্বের যে কোন প্রান্তে ছুটে যেতে বলেছেন। কেননা সর্বত্র নির্দশন রয়েছে। এবং শিক্ষার গ্রহণের নির্দেশ দেন। আর যারা তা পালন করে না তাদের তিরষ্কারমূলক ভাবে হৃদপৃণ্ডের অবস্থান নিশ্চিত করে বলেনঃ Do they travel through land, their hearts may learn wisedom & their ears may thus learn to hear? Truely it is not their eyes that are blind, but their hearts which are in their breats. (AL HAJJ: 46) অর্থঃ তারা কি পৃথিবী ভ্রমণ করে না, যাতে তাদের হৃদয় জ্ঞান আহোরণ করতে পারে এবং কানে শুনে শিখতে পারে? প্রকৃতপক্ষে তাদের চক্ষু তো অন্ধ নয় বরং তাদের বক্ষের পশ্চাতে যে হৃদয় তা-ই অন্ধ। (আল হাজ্জঃ 46) ★ মহান স্রষ্টা আল্লাহ তায়লা বিশাল আকাশ তৈরি করেছেন যাতে কোন ফাটল নেই, খুঁত নেই। He who created the seven heavens one above other; no want to proportion with thou see is the creation of (Allah) Most Gracious, So turn thy vision a second time, (thy) vision will come back to thee. Dull & discomfited, in a state worn out. (MULK: 3-4) অর্থঃ তিনি সপ্ত আকাশ স্তরে স্তরে সেষ্টি করেছে। তুমি করুণাময় (আল্লাহ) এর সৃষ্টিতে কোন তফাৎ দৈখতে পাও কি? অতঃপর তুমি বারংবার তাকিয়ে দেখ, তোমার দৃষ্টি ব্যর্থ এবং পরিশ্রান্ত হয়ে তোমার দিকে ফিরে আসবে। (মূলকঃ 3-4) ★ আল্লাহ প্রাকৃতিক ভারসাম্য সৃষ্টি করেছেন। আমরা একে বাস্তুসংস্থান (Ecology) বলে থাকি; যাতে বৃষ্টির পানি গুরুত্বপূর্ণ উপাদানঃ It is he who sends down rain from the sky, from it ye drink & out if (grows) the vegetation on which we feed your cattle, with it He produces for you corn, olivers, Date palm, graps & every kinds of fruit: verily in this sign for those who give thought. (AL NAHL: 10-11) অর্থঃ তিনি তোমাদের জন্য আকাশ থেকে পানি বর্ষণ করেছেন, এই পাপি হতে তোমরা পান কর এবং এ থেকে উদ্ভিদ উৎপন্ন হয়; যাতে তোমরা পশু চারণ কর। এ পানি দ্বারাই তোমাদের জন্য উৎপন্ন করেন ফসল, যয়তূন, খেজুর, আঙ্গুর এবং সর্ব প্রকার ফল। নিশ্চয়ই এতে চিন্তাশীলদের জন্য নিদর্শন রয়েছে। (আল নাহলঃ 10-11) ★বিশাল লবণাক্ত দরিয়ায় আল্লাহ নাবিকদের জন্য পানি পানের ব্যবস্থা রেখেছেন। পাশাপিশি বহমান দুই সাগরের কথা উল্লেখ করে বলেনঃ He has let free the two bodies of flowing water, meeting togather: Between them is a Barrier which they do not transgress. (AR RAHMAN: 19-20) অর্থঃ তিনি পাশাপাশি দুই দরিয়া প্রবাহিত করেছেন। উভয়ের মাঝে রয়েছে এক অন্তরাল, যা তারা অতিক্রম করে না। (আর রহমানঃ 19-20) এমনি অসংখ্য নিদর্শন রয়েছে মহাবিশ্বের এক স্রষ্টা, আল্লাহকে খুঁজে পেতে। আর প্রতিটি নিদর্শনের রয়েছে বিজ্ঞান সম্মত, যুক্তি নির্ভর ব্যাখ্যা এবং বাস্তব নিদর্শন। তারপরও তাঁকে না চেনা- গোড়ামী, বোকামী, অদূরদর্শিতা আর অজ্ঞতা ছাড়া কিছুই নয়। কেউ যদি বলে, খোদাকে তো দেখি না। তাই মানি না। তাকে হাই বোল্টেজ থাপ্পর দিয়ে বলুন, ব্যাথা, শক্তি, বাতাস, তরঙ্গ ইত্যাদির কিছুই তো দেখেন না। তাহলে মানেন কীভাবে? সকল যুক্তিকে হার মানিয়ে ধর্ম আজও সবার উর্ধে। আর সকল ধর্মের উর্ধে ইসলাম এবং অপরিহার্য। যেমনি অপরিহার্য মরণ ব্যাধি HIV/AIDS এর বেলায়। গালিব, NDC-1108116, 102/1, আরামবাগ, মতিঝিল, ঢাকা-1000, বাংলাদেশ।
Posted on: Sat, 27 Dec 2014 10:40:16 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015