নর্থ সাউথ ইউনিভার্সিটির - TopicsExpress



          

নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রো-ভিসি এ এন এম মেশকাত উদ্দিন বরখাস্ত হয়েছেন। একমাত্র কারণ হলো তিনি নর্থ সাউথে যোগদানের সময় যে পিইচডি সনদের কথা উল্লেখ করেছিলেন তা মিথ্যা প্রমাণিত হয়েছে। শুধু এটুকু ছাড়া তার বাকি সবকিছুই সত্য। আপনার জ্ঞাতার্থেঃ মেশকাত উদ্দিন ঢাকা ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে তার কর্মজীবন শুরু করেন। এর আগে তিনি একই ইউনিভার্সিটি থেকে ডিসটিংশানসহ অনার্স এবং মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট ডিগ্রী অর্জন করেন। লেকচারার থাকাকালীন দ্বিতীয় বছরে তিনি আমেরিকার ইন্ডিয়ানা ইউনিভার্সিটিতে এমবিএ করার জন্য ফুলব্রাইট স্কলারশিপ পান। এখন পর্যন্ত, এই সবগুলো তথ্যই সঠিক। তাই এটা আক্ষরিক অর্থে খুবই অস্বাভাবিক এবং অচিন্তনীয় যে তার মতো একজন মানুষ পিইচডি ডিগ্রী নিয়ে এভাবে জালিয়াতি করতে পারেন। আমি নর্থ সাউথের একজন সাধারণ ছাত্র হিসেবে গর্ববোধ করছি যে আমাদের কর্তৃপক্ষ তাকে বরখাস্ত করার জন্য যথাযথ ব্যবস্থা নিয়েছেন। আশা করি নতুন কোনো যোগ্যতাসম্পন্ন ব্যক্তি নর্থ সাউথের এই সম্মানিত প্রো-ভিসির আসন দখল করবেন। পুনশ্চঃ জনাব কোনো নিউজ দেখেই সেটা শেয়ার করা বা লাফ দেয়ার আগে একবার গুগল করে নিবেন। Recently the Pro-Vice Chancellor of NSU A N M Meshquat Uddin has been suspended. The only reason is his PhD degree has been proven false that he mentioned in his CV during the appointment to NSU. But other than that, everything is true. FYI: He started his career as a lecturer in Dhaka University. Before that, he completed his Honors n Masters frm DU with 1st class 1st distinction. In his second year as a lecturer in DU, he received a full bright scholarship to do his MBA frm Indiana University. So far, all the information is correct. So its literally very unusual n inconceivable that a brilliant guy like him can forge regarding his PhD degree. As a general NSUer, Im proud of our authority since they have taken proper steps to sack him. And I hope someone competent is gonna take the honorable chair of our Pro-VC. P.S.- Sir, google it before you share it or spring up.
Posted on: Wed, 12 Nov 2014 13:28:30 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015