পিএসসি‘র গেজেট এস, আর, ও - TopicsExpress



          

পিএসসি‘র গেজেট এস, আর, ও নং-২৩১-আইন/ ২০১৪।--বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪। ৩৫তম বিসিএসের প্রিলিমিনারি ২০০ নম্বরের দুই ঘণ্টার এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হবে। আর বিসিএসের আবেদন ফরমের দাম ২০০ টাকা বাড়িয়ে করা হচ্ছে ৭০০ টাকা। তবে প্রতিবন্ধী, সুবিধাবঞ্চিত ও অনগ্রসর জনগোষ্ঠীর জন্য আবেদনপত্রের দাম ১৫০ টাকা কমিয়ে ১০০ টাকা মৌখিক পরীক্ষায় পাস নম্বর ৪০শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করা হয়েছে। লিখিত পরীক্ষায় পাস নম্বর আগের মতোই ৫০ শতাংশ থাকছে। বিধিমালা সংশোধনের ফলে লিখিত পরীক্ষায় ৩০ শতাংশের কম নম্বর পেলে প্রার্থী কোনো নম্বর পাননি বলে গণ্য হবে; আগে যা ছিল ২৫ শতাংশ নম্বর। মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী এবং স্বাস্থ্য ক্যাডারের ক্ষেত্রে ৩২ বছর আগের নিয়ম এবং মুক্তিযোদ্ধা, মহিলা,এবং অনগ্রসর গোষ্ঠির প্রার্থীদের জন্য সময়ে সময়ে গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে সরকার বয়সসীমা নির্ধারণ করবে। এছাড়া সাধারণ শিক্ষা,কারিগরি শিক্ষা, স্বাস্থ্য পদে উপজাতি প্রার্থীদের জন্য বয়সসীমা ৩২ পর্যন্ত শিথিলের আগের নিয়ম বহাল থাকবে। অন্য সব ক্যাডারের জন্য উপজাতি প্রার্থীদের বসয়সীমা ৩০ বছর আগেরমতই বহাল থাকবে। অন্য সব শিক্ষার্থীদের এসএসসি’র সনদ,ও লেভেল এবং এ লেভেল শিক্ষার্থীদের ক্ষেত্রে সনদে উল্লিখিত জন্ম তারিখ বয়সের প্রমান হিসেবে গণ্য করা হবে। তবে বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ হবে না। বিদেশী নাগরিক বিয়ে করলে অথবা বিবাহের প্রতিজ্ঞা করলে তিনি চাকরির জন্য আবেদন করতে পারবেন না। পরীক্ষার সময় প্রযুক্তির মাধ্যমে কোন ধরণের অসৎ উপায় অবলম্বন করলে,পরীক্ষা হলে দুর্ব্যবহার করলে, চাকরির জন্য অনুপযুক্ত বলে বিবেচিত হবে। সেই ক্ষেত্রে ফৌজদারি আইনে সোপর্দ করা হবে। চাকরিতে প্রবেশের পরও যদি কোন ধরণের জালিয়াতি আশ্রয় নেয়ার প্রমান পাওয়া গেলে চাকরি থেকে বরখাস্ত এবং আইনানুগ যে কোন ব্যবস্থা নেয়া হবে। লিখিত পরীক্ষায় পাস মার্ক হবে শতকরা ৫০ ভাগ। তবে ৩০ নম্বরের কম পেলে কোন নম্বর পায় নাই বলে বিবেচিত হবে। মৌখিক পরীক্ষার নম্বর হবে শতকরা ৫০ ভাগ। তবে কমিশন প্রয়োজন মনে করলে সরকারি অনুমোদন সাপেক্ষ ন্যুনতম পাশ নম্বর বাড়াতে কিংবা কমাতে পারবে। Forthe general cadres, the candidates passing the preliminary examination must sit for 900-mark written tests on six subjects such as Bangla (200), English (200), Bangladesh affairs (200) international affairs (100), mathematics and psychological capabilities (100) and general science and technology (100).Time for 200 marks 4 hours
Posted on: Sat, 20 Sep 2014 14:19:16 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015