পাবলো নেরুদার ১০০ টি - TopicsExpress



          

পাবলো নেরুদার ১০০ টি প্রেমের সনেট থেকে (৩৫) তোমার আঙুল আমার চোখের ওপর তোমার আঙুল আমার চোখের ওপর দিয়ে উড়ে যায়, দিনের দিকে। আলো এসে থরে থরে গোলাপের সম্ভার খুলে দেয়। বালি আর আকাশ একাকার হয়ে ফিরোজা মৌচাকের মত ধুক্পুকিয়ে ওঠে । তোমার আঙুল যে বর্ণমালা ছোঁয়, তারা রিনরিনে বেজে ওঠে ঘণ্টার মত সেই এক হাত পর পর ছুঁয়ে যায় পেয়ালা, সোনালী তেল ভরা পিপে, ফুলের পাঁপড়ি, ঝর্ণা, প্রধানত, প্রেম। ভালবাসা: তোমার হাত প্রেমের ভাণ্ড পাহারা দেয়। দুপুর …আশ্চর্য নিথরতায় জেগে থাকে। রাত পিছলে চলে যায় একটি ঘুমন্ত পুরুষের চোখের ওপর দিয়ে, একটি ছোটো স্বর্গীয় আধারের মত। মধুমালতী তার আদিম বিষণ্ণ ঝাঁঝ বাতাসে ছড়ায়। তখনই তোমার হাত পাখির মত কেঁপে উড়ে আসে আবার, যে পালক হারিয়ে গেছে, কল্পণায় ভেবেছি আমি, সেই ডানা দুটি গুটিয়ে রাখে আমার চোখের ওপর, যে চোখ দুটিকে আঁধার গ্রাস করেছিল । `Your hand flew from my eyes into the day.’ 35, from ’100 Love Sonnets’ by Pablo Neruda.
Posted on: Sat, 23 Aug 2014 19:07:32 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015