পার্সোনালিটি এমন একটা - TopicsExpress



          

পার্সোনালিটি এমন একটা জিনিস যা সবার থাকে না এবং সবাই এটা ধরে রাখতে ও পারে না। আচার-আচরন, কাজ , চলাফেরা , কথা-বার্তা ইত্যাদি দ্বারা এটি প্রকাশিত হয়। কথাগুলো হয়ত বেখাপ্পা লাগছে কিন্তু পুরো পোস্ট পড়ার পর যথার্থতা বোঝা যাবে। যার উদ্দেশে এই কথাগুলো লিখা তিনি আর কেউ নন ! ! সায়েন্স ডি সেকশন এর ফারজানা মুমু উনার সাথে আমার চেনাজানা এই ৪-৫ মাস ধরে। মেয়েটি খুব ই ফ্রেন্ডলি এবং ভালো আমি যতটুকু দেখেছি। কিন্তু একটা জিনিস হল যে উনি নিজের পার্সোনালিটি বজায় রাখতে পারেন না। অন্যের কথায় কান দেন। সামি নাম এ একটা ছেলে একদিন উনাকে বলেছিল যে চুল ছেড়ে কলেজ এ আসলে উনাকে খুব সুন্দর দেখায়। এই কথা শুনে পরের দিন থেকে উনি চুল ছেড়ে কলেজ এ আসা শুরু করেন।আরেকদিন বলেছিল যে চশমা ছাড়া উনাকে সুন্দর দেখায়। এই কথা শুনে উনি চশমা পরা ছেড়ে দেন। আরেকটা কথা হল উনি প্রায় সময় ফেসবুক এ পিকচার দেওয়ার আগে বিভিন্ন ছেলের কাছে মেসেজ দিয়ে পাঠান এবং দিবেন কি না জিজ্ঞেস করেন। এছাড়া সামি তার ছবি এডিট করে দেয় ফেসবুক এ দেওয়ার জন্য। এছাড়া উনার হাব-ভাব দেখে মনে হয় যে উনি সিঙ্গেল লাইফে অতিষ্ঠ। যেকোনো ভাবে একটা রিলেশনশিপে জড়াতে চান। যাই হোক। শুনেন আপু আপনি যে এইসব কর্মকান্ড কলেজ এ ঘটাচ্ছেন , একবার ও কি চিন্তা করে দেখেছেন এতে আপনার পার্সোনালিটি কোন পর্যায়ে যাচ্ছে বা এখন আছে ? ? ? একটা ইমেজ তৈরী করতে অনেক সময় লাগে কিন্তু তা ধ্বংস করতে কয়েক মুহূর্ত ই যথেষ্ট কি বুঝাইছি আশা করি বোঝতে পেরেছেন। এখন থেকে আপনাকে নতুন রূপে দেখার প্রত্যাশা করছি। ভালো থাকেন এবং যা বলছি তা বোঝার চেষ্টা করেন।
Posted on: Sun, 01 Dec 2013 12:05:51 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015