• পটকা মাছের দেহে যে বিষ - TopicsExpress



          

• পটকা মাছের দেহে যে বিষ থাকে তাঁর নাম STX (Saxitoxin). • Day Light Saving System সর্বপ্রথম চালু হয় জার্মানীতে ১৯১৬ সালে। • বাংলাদেশ Day Light Saving System চালু করেছিল ১৯ জুন ২০০৯ ইংরেজী। • বাংলাদেশের ইতিহাসে ২৩ ঘন্টায় দিন হয় ১৯ জুন ২০০৯ ইংরেজী। • "Songs of Blood and Sword" গ্রন্থের লেখক ফাতিমা ভুট্টো। • "ট্রাবলস" গ্রন্থের লেখক জে জি ফারেল (আয়ারল্যান্ড)। • ব্রডব্যান্ড ব্যবহারে শীর্ষ দেশ দক্ষিন কো রিয়া। • সোয়াইন ফ্লু সর্বপ্রথম দেখা দেয় মেক্সিকোতে। • TIN (টি আই এন) এর পূর্ণরূপ হচ্ছে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। • SIM এর সম্পূর্ণরূপ হচ্ছে Subscriber Identity Module. • প্রথম নারী হিসেবে এভারেস্টের চূড়ায় পৌঁছান জুনকো তাবেই, ১৯৭৫ সালের ১৬ই মে।
Posted on: Thu, 11 Jul 2013 16:39:44 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015