পরীক্ষায় এই ধরণের তথ্যই - TopicsExpress



          

পরীক্ষায় এই ধরণের তথ্যই প্রশ্ন আকারে আসে তাই মনে রাখুন পৃথিবীর বৃহত্তম ১• বৃহত্তম মহাদেশ — এশিয়া ২• বৃহত্তম মহাসাগর — প্রশান্ত মহাসাগর ৩• বৃহত্তম সাগর --দক্ষিণ চীন সাগর ৪• বৃহত্তম উপসাগর >. মেক্সিকো উপসাগর ৫• বৃহত্তম দেশ — রাশিয়া(আয়তনে) ৬•বৃহত্তম দেশ -- চীন (জনসংখ্যায়) ৭•বৃহত্তম মুসলিম দেশ-- ইন্দোনেশিয়া (জনসংখ্যায়) ৮•বৃহত্তম মুসলিম দেশ-- কাজাখাস্তান ( আয়তনে) ৯• বৃহত্তম শহর — লন্ডন (আয়তনে) ১০• বৃহত্তম শহর — টোকিও (জনসংখ্যায়) ১১• বৃহত্তম দ্বীপ> গ্রীণল্যান্ড ১২• বৃহত্তম ব-দ্বীপ — বাংলাদেশ ১৩•বৃহত্তম দ্বীপ রাষ্ট্র> ইন্দোনেশিয়া ১৪• বৃহত্তম যাদুঘর — বৃটিশ মিউজিয়াম (বৃটেন) ১৫• বৃহত্তম বিমান বন্দর — জেদ্দা বিমান বন্দর(সৌদি আরব) ১৬• বৃহত্তম গ্রন্থাগার — লাইব্রেরী অব দ্যকংগ্রেস(আমেরিকা) ১৭• বৃহত্তম ঘড়ি — মক্কা ক্লক (সৌদি আরব) ১৮• বৃহত্তম মসজিদ — শাহ ফয়সাল মসজিদ(পাকিস্তান) ১৯• বৃহত্তম হ্রদ — কাস্পিয়ান সাগর (লবনাক্তহ্রদ) ২০• বৃহত্তম জলপ্রপাত — ভিক্টোরিয়া( জিম্বাবুয়ে ওজাম্বিয়া) ২১• বৃহত্তম জলপ্রপাত — গুয়ারিয়া(পানি পতনে)(ব্রাজিল) ২২• বৃহত্তম স্তন্যপায়ী প্রাণী — নীল তিমি ২৩• বৃহত্তম মরুভূমি — সাহারা মরুভূমি( আফ্রিকা মহাদেশ) ২৪• বৃহত্তম দিন — ২১ জুন(উত্তর গোলার্ধে) ২৫• বৃহত্তম রাত — ২২ ডিসেম্বর(উত্তর গোলার্ধে) ২৬• এশিয়ার সর্ববৃহত্ পর্বতমালা-- হিমালয় ২৭• ইউরোপের সর্ববৃহত্ পর্বতমালা-- আল্পস ২৮•মিশরের সবচেয়ে বড় পিরামিড-- ফারাও খুফুর ২৯• বৃহত্তম উপদ্বীপ- ভারত ৩০• বৃহত্তম বনাঞ্চল-- কনফোরাস ৩১• বৃহত্তম তৃনাঞ্চল- প্রেইরি ৩২• বৃহত্তম অরণ্য- তৈগা(রাশিয়া ৩৩•বৃহত্তম প্রাসাদ- ইম্পেরিয়াল প্যালেস(চীন) নিজের সুবিধামতো নিজের সময়ে পড়তে শেয়ার
Posted on: Sat, 17 Jan 2015 09:30:00 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015