পরিবারটা একটু বড় তো, - TopicsExpress



          

পরিবারটা একটু বড় তো, গাড়ির সাইজটা একটু বড় হলে ভাল হত,,,,,,, ছেলে নতুন চাকুরি পাইছে, বাসা থেকে অফিসে যাওয়া কস্টকর হয়ে যায়,, তাই বলছিলাম একটা মোটরসাইকেল হলে ভাল হত!! এটা যদি যৌতুক বলেন ভুল হবে,,,,,,,,,,,,,,,,,,,, ইট ইজ জাস্ট এ গিফট তোমার বাবা এত ছোটলোক জানতাম না, কটা টাকা চেয়েছিলাম পরে তো ফিরিয়েই দিতাম,,,, বিয়ের সময় অনেক গলাবাজি করছিলেন, এখন তো কথা রাখতে পারলেন না!! ছি ! আর কত!! কত কৌশল, কত সিস্টেম ইউজ করে যৌতুক নিচ্ছেন,, ভাত কে শুদ্ধভাষায় বলে অন্ন,,,! তেমনি আপনারা যৌতুককে গিফট বলে চালিয়ে দিচ্ছেন। তারপর সেই গিফট দিতে না পারলে নববধূর উপর চলছে নির্যাতন, অত্যাচার। চক্ষুলজ্জার ভয়ে এই নির্যাতনকে পারিবারিক কলহ বলে চালিয়ে দিচ্ছেন। আপনার প্রতিমাসের সেলারি কত?? যতই হোক,আপনি স্বনির্ভরশীল মানুষ। আপনার সেলফ রেসপেক্ট আছে,, তাহলে যৌতুক নিচ্ছেন কেন?? নকি বংশ পরম্পরায় যৌতুক নেয়া একটা রীতিতে পরিণত হইছে।। স্বামী-স্ত্রীর সুসম্পর্কের মাঝে যৌতুক নামক হিংস্র বিষয়টা আপনিই টানছেন যা আপনাদের মধুর সম্পর্কটা বাঘ আর হরিণের সম্পর্কের মতই তিক্ত করছে। যৌতুক নিলে কি আপনার মানসম্মান বাড়বে না কমবে????? চিন্তা করুন, উপলব্ধি করুন।
Posted on: Sun, 16 Nov 2014 14:37:10 +0000

Trending Topics



div>

© 2015