:: পরিবেশ ছাড়পত্রও পেল - TopicsExpress



          

:: পরিবেশ ছাড়পত্রও পেল রামপাল বিদ্যুৎকেন্দ্র :: :: নেই কোন সমবেদনা :: বুকে থাকুক প্রতিরোধ :: ব্যক্তিগত ভাবে আমরা অনেকেই দুচার জন নেশাখোর মাদকাসক্ত কে চিনি। তাদের পরিবারের অবস্থাটাও আমরা জানি। পরিবারের যে সন্তান হিরোইন ইয়াবা গাজা বা ইত্যাদি নেশাতে আসক্ত হয়ে পরে, একটা সময়ে তাদের আর কোন হুশ থাকেনা, চৈতন্য থাকেনা। তাদের সমস্ত মনুষ্যত্ব লোপ পেয়ে যায়। তখন তাদের ধান্দা হয়ে পরে একটাই— কি ভাবে নেশার পয়সা যোগার করবে। এরপর তারা পরিবারের সদস্যদের উপর নানা নিপীড়ন করতে শুরু করে। বাবা ভাইয়ের পকেট/মানিব্যগ থেকে টাকা চুড়ি করে। মা বোনের গহনা হাতিয়ে নেয়। পরিবারের টুকটাক জিনিস থেকে শুরু করে মূল্যবান সম্পদ পর্যন্ত চুরি করে বিক্রি করে দিয়ে নেশার টাকা যোগার করতে শুরু করে। এই ক্ষেত্রে যত যাই হোক, তাদের জন্য আমাদের সমবেদন থাকুক। আমরা বলি, তাদের চিকিৎসা করানো হোক। তারা যেন সুস্থ্য জীবনে ফিরে আসেতে পারে। আর যারা আমাদের দেশ চালায়, যারা উন্নয়নের নামে দেশ/জনগণ বিরোধী নানা প্রকল্প বাস্তবায়নের কলকাঠি নেড়ে সকল সিদ্ধান্ত গ্রহন করে, এক রকম ভাবে তাদেরকেও তুলনা করা যেতে পারে পরিবারের সেই সকল নেশাখোর সন্তানদের সাথে। তবে গরুত্বপূর্ণ পার্থক্য আছে। এই পরিবার বৃহৎ অর্থে দেশ, এখানে ৫ বা ৭ জন মানুষ সদস্য নয়, কোটি কোটি মানুষ এই পরিবারের সদস্য। বাংলাদেশের তো ১৬ কোটিরও বেশি মানুষ। এই নেশাখোরেরা আবার তথাকথিত আধুনিক শিক্ষায় (!!) উচ্চ শিক্ষিত। এক একজন বড় বড় ডিগ্রি ধারি। কিন্তু দুখের বিষয় আধুনিক এই শিক্ষ—যে মানুষের জীবন মানুষের জন্য, মানুষের তরে—তাদের ভেতরের সেই মানুষটা কে জাগিয়ে তুলতে পারেনি। তারা তাদের কান্ডজ্ঞান/দেশপ্রেম/মানব প্রেম এই সকলি বন্ধক রেখে দেশের বড় বড় পদে আমলা/পরার্মশক হয়ে বসে আছে। আর তাদের সাথে আছে আমাদের চরম দলবাজ আর দেশের স্বার্থ জবাই করে ব্যক্তিগত সুবিধা হাসিলের মন্ত্রী/এমপি/রাজনৈতিক। এদের জন্য আমাদের কি কোন সমবেদনা থাকা উচিত? বন্ধুরা, যদি আমরা আমাদের দেশকে ভালোবাসি, যদি আমরা এই দেশে বসবাস করতে চাই, এই দেশের মাঠ নদী পথে বিচরণ করতে চাই, যদি এই দেশের বাতাসে নিশ্বাস নিতে চাই, যদি আমরা চাই আমাদের পরর্বতি প্রজন্ম এই দেশেই থাকবে; তবে দেশ বিরোধী রাজনৈতিক, এই রাজনৈতিক ব্যবস্থা এবং এই আমলাতন্ত্রকে প্রত্যাখান করে নতুন ব্যবস্থা গড়ে তুলতে হবে। এটি যতই কঠিন হোক, গত ৪২ বছরে ইতিমধ্যেই প্রমানিত হয়ে গেছে এছাড়া আমাদের কোন বিকল্প নাই। বন্ধুরা, এই র্নিবিকল্প ভবিষ্যতের দিকেই আমাদের মুক্তি। তেল-গ্যাস রক্ষা জাতীয় কমিটি ঢাকা থেকে সুন্দরবন লংমার্চ করছেন। আমরা সুন্দরবনে উন্নয়নের এই বিদ্যুত কেন্দ্র চাই না, যে বিদ্যুত কেন্দ্র আমাদের দেশে কে ধ্বাংসের দিকে ধাবিত করবে। এই লংমার্চ সফল হোক। যে যার মত দেশ রক্ষার এই লংমার্চে যোগদিন। পরিবেশ ছাড়পত্রও পেল রামপাল বিদ্যুৎকেন্দ্র - আজকের নিউজ: kalerkantho/print_edition/index.php?view=details&archiev=yes&arch_date=13-08-2013&type=gold&data=news&pub_no=1331&cat_id=1&menu_id=13&news_type_id=1&index=11#.UkJ7SSdBmKG নিচের পিটিশনে স্বাক্ষর করুন: https://secure.avaaz.org/en/petition/Save_Sundarbans_Stop_Rampal/?dSBLAfb
Posted on: Wed, 25 Sep 2013 06:53:46 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015