পর্ব ০১ ¤ সর্বপ্রথম ৮ - TopicsExpress



          

পর্ব ০১ ¤ সর্বপ্রথম ৮ রাকাত তারাবীর ফতোয়া ও আহলে হাদীস আলেমের প্রতিবাদ ¤ ১২৮৪হিজরীতে দিল্লীর আকবারাবাদের জনৈক আলেম সর্বপ্রথম আট রাকাআত তারাবীর পক্ষে ফতোয়া প্রদান করে। তখনকার হক্কানী ওলামায়ে কিরামের প্রতিবাদের মুখে ফতোয়াটি বাতিল হয়ে যায়। পুনঃরায় ১২৮৫হিজরীতে মাওলানা হুসাইন বাঠালবী নামক আলেম ৮রাকাত তারাবীর ফতোয়া প্রদান করে। তার প্রতিবাদে আহলে হাদীস ফেরকার প্রসিদ্ধ আলেম মাওলানা গোলাম রসূল সাহেব রিসালাতুত তারাবীহ নামক একটি পুস্তক রচনা করে এবং ১২৯০ হিজরীতে প্রকাশ করে। ঐতিহাসিক এ আলোচনার দ্বারা প্রমাণ হল তথাকথিত আহলে হাদীসরাও প্রথমে বিশ রাকাত তারাবীর পক্ষে ছিলেন। পরবর্তীতে তারা কোন স্বার্থে আট রাকাতে মত অবলম্বন করলেন তা তারাই ভাল জানেন। রাসায়েলে আহলে হাদিস ৬/২৮ চলবে
Posted on: Thu, 27 Jun 2013 07:21:46 +0000

Trending Topics



To

Recently Viewed Topics




© 2015