পৃথিবীর প্রথম উড়ন্ত - TopicsExpress



          

পৃথিবীর প্রথম উড়ন্ত বাইসাইকেল !! (ভিডিও সহ) পারাভেলো’ উড়ন্ত বাইসাইকেলের নাম। লন্ডনের জন ফোডেন ও ইয়ানিক রিড এই উড়ন্ত বাইসাইকেল বানিয়ে রীতিমতো সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। লন্ডনের উপকূলবর্তী এলাকায় এক্সপ্লোরএয়ার নামে একটি কারখানা চালান এই দুইজন। দীর্ঘদিন ধরেই তারা প্রাচ্যের রিকশার সঙ্গে মোটরযুক্ত করে কিছু একটা বানানোর চেষ্টা করছিলেন। সর্বশেষ চলতি বছরের মাঝামাঝি তারা সফল হন উড়ন্ত রিকশা বানাতে। ফোডেন বলেন, ‘অবশ্যই এসব জিনিস বানানোর বিষয়টা সহজ নয়। কারণ এধরণের কাজ করতে গেলে অনেক টাকার দরকার।’ পারাভেলোতে রয়েছে একটি প্যারাসুট এবং হালকা মোটরচালিত প্যারাগ্লাইডার। এক্সপ্লোরএয়ার প্রতিষ্ঠানটিকে প্যারাগ্লাইডার বানিয়ে সহায়তা করেছে ব্রিটিশ প্যারামিটার প্রস্তুতকারক কোম্পানি প্যারাজেট। ২০১৩ সালে প্রতিষ্ঠানটি সফলভাবে রিকশার জন্য প্যারাগ্লাইডার বানানো শেষ করে। পুরো রিকশাটির ওজন হবে প্রায় ৫০ কেজি। তবে সবচেয়ে বড় সুবধিা হলো, রিকশাটি যেকোনো অবস্থায় ভাজ করে রাখা যায়। এই উড়ন্ত রিকশাটির দাম পরবে প্রায় ১৬ হাজার ৩০০ ডলার। Video Link:: https://youtube/watch?v=EpY1Q6IUb0s
Posted on: Mon, 03 Nov 2014 14:37:40 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015