প্রিয় বাবা, স্বজন বন্ধু - TopicsExpress



          

প্রিয় বাবা, স্বজন বন্ধু শুন আমার মা, আমি কারো মাথার বোঝা নই, না মাঝ নদীর নৌকা- বৈঠা হব, স্রোতের সাথে লড়ব আরে টাকা আমায় কিভাবে থামাবে ! হো আরে টাকা আমায় কিভাবে থামাবে ! কাল বাবার আঙুল ধরে চলেতে শিখেছি কাল বাবার লাঠিও হয়ে যাব আম্মা তোমার ঘরের পাখি আমি তাই খাবার নিয়ে তবেই ফিরব। যার মাঝে মনুষ্যত্ব নেই, যার কাছে আমি অর্থের চেয়ে বেশি দামি না- এমন সাথীর আমার প্রয়োজন নেই। না বলার শোন সময় এটাই, একাই চলব, ভাগ্যের সাথে মোকাবেলা করব- আরে টাকা আমায় কিভাবে থামাবে ! হো আরে টাকা আমায় কিভাবে থামাবে ! মনের সাথে তো মনেরই মিল হয়নি, তবে রীতিতে এত খরচ কেন ? আমি তো ভালবাসার আশায় সম্পর্ক বুনেছিলাম , তাহলে সম্পর্কের মাঝে লোভ কিভাবে সইব ? বিয়ে ছাড়া কি কোন জীবন নেই ? যেই বিয়ে শুধু খাতা কলমে, এমন বিয়ের আমার প্রয়োজন নেই না বলার শোন এটাই উপযুক্ত সময় - সকালের মত পুস্পিত হব, আধারের মত নামব আরে টাকা আমায় কিভাবে থামাবে ! হো আরে টাকা আমায় কিভাবে থামাবে ! Translation credit goes to Md Masudur Rahman Niloy Be aware , future leader Bipasha Matin Mushfika Smrity Safah Binta Mojib Tasnuva Tabasum Oshin Homa Sh Sarmin Sathi Jerin Hossen Wafina Wahab Farhana Mou ভিনদেশী তারা https://youtube/watch?v=bl0TXylcmNA
Posted on: Mon, 24 Nov 2014 03:43:46 +0000

Trending Topics



0px; min-height:30px;"> Ive had a busy couple of weeks with little time to spare so my

Recently Viewed Topics




© 2015