প্রিয় ভার্চুয়াল, অদেখা, - TopicsExpress



          

প্রিয় ভার্চুয়াল, অদেখা, অপরিচিত বন্ধু, জাকারবার্গ তোমাকে ক্ষমতা দিয়েছে আমার অপরিচিত হয়েও আমার অনুমতি না নিয়ে আমাকে যাচ্ছেতাই জিনিসে ট্যাগ দিয়ে আমার নোটিফিকেশন কাউন্ট আপ করার। কিন্তু ভুলে গেলে চলবে না যে সে আমাকেও কোডিং করে STOP NOTIFICATION আর REMOVE TAG নামক দুটো পাওয়ার দিয়েছে। তো কোনটা বড়? ২ না ১? হিসাব করো ম্যান! ঐ জাকারবার্গ তোমাকে আরো জানিয়ে দিয়েছে যে তুমি নাকি যাকে ইচ্ছা তাকে যেকোনো গ্রুপে অ্যাড করতে পারো। কিন্তু এরপর ও আমাকে কানে-মুখে জানিয়ে দিয়েছে যে আমি ইচ্ছা করলে ঐ গ্রুপকে একটা ফ্রি-কিক দিতে পারি। সেই সাথে তুমি যাতে আমাকে আর ওখানে অ্যাড করতে না পারো সেই ব্যবস্থাও সে করে রেখেছে। দেখলে? আবারো সেই ২ আর ১ এর খেলা! বলো তো এবার কে জিতলো? আমি কি আবারো ২-১ গোলে জিতে যাইনি? #মিছরির_ছুরি
Posted on: Mon, 19 Jan 2015 06:41:43 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015