প্রখ্যাত নৃবিজ্ঞান - TopicsExpress



          

প্রখ্যাত নৃবিজ্ঞান গবেষক, ড. এবনে গোলাম সামাদ, পার্বত্য তিন জেলা নিয়ে ষড়যন্ত্র রুখোঃ দেশবাসী সচেতন হও, শীর্ষক কলামে- “এখানে এমন অনেক উপজাতির বাস, যারা ইংরেজ আমলের আগে ছিল না। ইংরেজ আমলে প্রধানত আরাকান থেকে এখানে উপনিবিষ্ট হয়েছে। এদিক থেকে বিচার করলে এখানে তাদের বলতে হয় পরদেশি। ওই অঞ্চলের ভুমিজ সন্তান তারা নয়। অনেকে না জেনে তাদের মনে করেন আদিবাসী। চাকমা, মারমা প্রভৃতিকে আদিবাসী হিসেবে চিহ্নিত করা খুবই বিভ্রান্তিকর।” ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রফেসর, বাংলা একাডেমীর সাবেক মহাপরিচালক সৈয়দ আনোয়ার হোসেন লিখেছেন, “Most of the tribal people move into this land from areas now in Myanmar (former Burma) during the period from the 15th to the mid-nineteenth centuries. The tribes belonging to the Koki group were the earliest to settle, and the Chakmas came much later” (War and Peace in the Chittagong Hill Tracts, P.5, published by Agamee Prakashni Dhaka, 1999). নৃতত্তবিদ T.H Lewin-এর মতে, “A great portion of the Hill tribes, at present living in the Chittagong Hills, undoubtedly came about two generations ago from Arakan. This is asserted both by their own traditions and by records in the Chittagong Collectroate (1869, P. 28) সম্প্রতি বোমাং সার্কেলের রাজা পরিস্কার করে বলে দিয়েছেন যে, তারা মোটেও আদিবাসী নন। তারা এ অঞ্চলে এসে বসবাস শুরু করেছেন মাত্র কয়েকশত বছর আগে। যারা নিয়মিত খবরের কাগজ পড়েন এবং টিভি পর্দায় চোখ রাখেন আশা করি বোমাং রাজার সাক্ষাতকার তাদের চোখ এড়িয়ে যায় নি। আশা করি আমি বুঝাতে পেরেছি কেন এদেরকে আদিবাসী বলা ঠিক হবে না। এখন জাফর ইকবাল সাহেবের মত অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, এতে করে কি এইসব মানুষের অধিকার খর্ব হচ্ছে? অথবা এদেরকে আদিবাসী বললে কি এমন ক্ষতি হবে? ক্ষুদ্র জনগোষ্ঠী বা উপজাতি শব্দের চেয়ে তো আদিবাসী শব্দটি শ্রুতিমধুর। তাহলে খামখা এই বিতর্ক টেনে তিক্ততা বাড়িয়ে কি লাভ? এখন প্রথমত এই সকল মানুষ আপনার আমার মতই এদেশের নাগরিক। আপনার আমার যে অধিকার দেশ সংরক্ষণ করে ঠিক একই অধিকার এদের জন্য। এখানে কোন বৈষম্য কারও কাম্য নয়। তাহলে আদিবাসী নামের ধুঁয়া তুলে এদের লাভটা কি???? আসুন দেখি আসলে আদিবাসী ইস্যুর আড়ালে আসলে কি লুকিয়ে আছে। প্রিয় জাফর ইকবাল স্যার, আপনি নিশ্চই জানেন যে, আদিবাসীদের ব্যাপারে ইউ এন এর নীতিমালা কতটা স্পর্শকাতর। কোনভাবে যদি একবার প্রমাণ হয় যে বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে আদিবাসীদের বসবাস রয়েছে, সাথে সাথে এ অঞ্চলের ওপর বাংলাদেশ সরকারের কার্যত কোন নিয়ন্ত্রণ থাকবে না। ২০০৭ সালের ১৩ সেপ্টেম্বর ইউএন এর সাধারণ পরিষদ একটি রেজুলেশন পাস করে যার নম্বর ৬১/২৯৫। ওই রেজুলেশনে মোট ৪৬ টি অনুচ্ছেদ আছে। চলুন দেখে নেই আদিবাসিদের ব্যাপারে সেখানে কি বলা হয়েছে। রেজুলেশনের চতুর্থ অনুচ্ছেদে বলা হয়েছে, “আদিবাসী জনগোষ্ঠীর অভ্যন্তরীণ বা স্থানীয় বিষয়ে নিজস্ব পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে স্বায়ত্তশাসন বা নিজ সরকার (self government) পরিচালনার অধিকার থাকবে।” রেজুলেশনের পঞ্চম অনুচ্ছেদে বলা হয়েছে “ আদিবাসী জনগোষ্ঠী তাদের আইনী ব্যাবস্থাসহ সতন্ত্র রাজনৈতিক, অর্থনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিজস্ব অবকাঠামো তৈরি এবং উন্নয়নের অধিকার সংরক্ষন করে।”
Posted on: Mon, 11 Aug 2014 13:10:01 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015