▣ প্রতি চার মিনিটে - TopicsExpress



          

▣ প্রতি চার মিনিটে মায়েরা একবার তার সন্তানের কথা ভাবেন। এই হিসেবে প্রতিদিন গড়ে ২১০ বার সন্তানের কথা চিন্তা করেন একজন মা। ▣ মানুষের শরীরের রক্ত শরীরের ভেতর প্রতিদিন ১৬ লাখ ৮০ হাজার মাইল সমান পথ অতিক্রম করে। ▣ পৃথিবীতে মানুষের বেশি ব্যবহৃত নাম ‘মোহাম্মদ’। ▣ ‘গিনেজ বুক অফ রেকর্ডস’ বইটি পৃথিবীতে সবচেয়ে বেশিবার চুরি হওয়া বই হিসেবে রেকর্ড করেছে। ▣ মানুষের শরীরে হাড্ডির সংখ্যা ২০৬ টি। তবে জন্মের সময় হাড্ডির সংখ্যা থাকে ৩৫০টি। ▣ মানুষ তার সারাজীবনে যে খাদ্য খায় তার পরিমাণ প্রায় ৬০ হাজার পাউন্ড। তার মানে ৬টি জলজ্যান্ত হাতির সমান! ▣ বিজ্ঞানী আলভা এডিসন শৈশবে স্কুল থেকে বিতাড়িত হন খুব অলস বলে। অথচ সারা জীবনে তিনি ১৩০০ অবিষ্কারের জনক। তার সাফল্য সম্পর্কে তিনি বলেন, ১ শতাংশ মেধা আর ৯৯ শতাংশ পরিশ্রম। ▣ হোয়াইট হাউস সাদা কেন জানেন? ১৮১৪ সালে আগুন লেগে ভবনটির ব্যাপক ক্ষতি হয়। গায়ে কালো এবং বাদামী ছোপ পড়ে গিয়েছিল। পরে সাদা রঙ করে ঢেকে দেয়া হয় কুৎসিত দাগগুলো। তারপর থেকে এ ভবন হোয়াইট হাউস নামে বিশ্বব্যাপী পরিচিত।
Posted on: Wed, 08 Oct 2014 04:30:20 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015