প্রতিদিন একই পথে ম্যাসে - TopicsExpress



          

প্রতিদিন একই পথে ম্যাসে ফিরি। আজ কি মনে করে অন্য পথে আসছিলাম। ভাবিনি সেই মেয়ের সাথে দেখা হয়ে যাবে। যাকে নিয়ে মনের অজান্ত স্বপ্ন দেখেছিলাম। যাকে নিয়ে এক সাথে কোচিং করেছি, দুষ্টমি করেছি। মাত্র তিন মাসের পরিচয়। কিন্তু আজ বুঝতে পারলাম এ সময়টা কত স্মৃতির। শেষ দেখা হয়েছিল রাবি ভর্তি পরিক্ষার সময়। এর পর আর দেখা হয়নি। পরে আর তার সাথে যোগাযোগ করতে পারি নাই। কেননা আমরা এতাটা ঘনিষ্ঠ ছিলাম যে সেল নং নেওয়ার প্রয়োজন ছিলনা। সো তার Phone নাম্বার আর নেওয়া হয়নাই। বন্ধুদের কাছ থাকে শুনিছি সে রাবি মার্কেটিং এ ভর্তি হয়েছে। শুনে খুশি হয়েছিলাম। ভেবেছিলাম দেখা হলে ভালবাসার কথাটা বলে দিব। আজ বুঝতে পেরেছি তাকে কতটা ভালবেসেছিলাম। ৭ মাস পর আজ দেখা হল, অনেক কথা বলবো ভেবেছিলাম কিন্তু আশা পূর্ণ হয়নি। ভাল আছ বলতেই তাড়া আছে বলে চলে গেল। একটু সময় হলনা আমার জন্য। কেন সময় হবে "আমি যে তার এক বছরের ছোট"। মনের মধ্যে হু-হু করে কেদে উঠলো। বুঝতে পারলাম "অচেনা পথঘাঠ চেনা যায় কিন্তু চেনা মানুষ চেনা যায় না"। by GM Akkas Ali
Posted on: Wed, 21 Aug 2013 16:16:41 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015