প্রতিদিন না হলেও - TopicsExpress



          

প্রতিদিন না হলেও অন্তত:পক্ষে সপ্তাহে ফরেক্সের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব । আজকের বিষয় হচ্ছে – ফান্ডামেন্টাল এনালাইসিস *************** ফরেক্সে –এ অথনৈতিক খবর বিশ্লেষণ করাই হচ্ছে ফান্ডামেন্টাল এনালাইসিস । ট্রেডারা খুবই গুরুত্ব সহকারে অথনৈতিক ডাটাগুলো পরীক্ষা করে থাকে কারণ এই অথনৈতিক পরিস্থিতি পরিবতনের দ্বারা কারেন্সিগুলো প্রভাবিত হতে পারে । সাধারণভাবে, শক্তশালী অথনৈতিক সে দেশের কারেন্সির চাহিদা বৃদ্ধি করে এর ফলে ব্যক্তি এবং ব্যবসায়িক দিকে থেকে সেই কারেন্সিতে ইনভেস্টমেন্ট লেভেল বাড়তে থাকে । সুতবাং, যখন কোন প্রধান ইভেন্টে অথনৈতিক প্রবৃদ্ধি প্রত্যাশার তুলনায় শক্তিশালী হয়েছে দেখায়, তখন ট্রেডাররা ভবিষ্যতে ওই কারেন্সিটার চাহিদা বৃদ্ধি পাবে ভেবে কিনতে থাকে । যদি প্রত্যাশার তুলনায় খারাপ আসে তাহলে ওই কারেন্সিটা চাহিদা হ্রাস পাবে । সাধারণত, ফরেক্স ট্রেডাররা যে ধরণের প্রধান অথনৈতিক প্রকাশনাকে গুরুত্ব দিয়ে থাকে । তা নিম্নে দেয়া হলো- ১) Meetings of central banks on the rate of interest (কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার সংক্রান্ত মিটিং): যখন কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বৃদ্ধি করে, তখন সেই দেশের টাকা বিনিয়োগকারী অংশীদারিগণ এই সুবিধা ভোগ করে থাকে । উচ্চ সুদের হারের ফলে ওই কারেন্সিটার চাহিদাও বেড়ে যায় । ২)Employment data (কর্মসংস্থান তথ্য): যদিও এটিকে পশ্চাৎ সূচক হিসেবে চিহ্নিত করা হলেও, এই কর্মসংস্থান তথ্য হচ্ছে দ্বিতীয সবচেয়ে বেশি পঠিত অথনৈতিক ঘটনা । এই জন্য কমসংস্থান বৃদ্ধিকে অথনৈতিক শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়। ৩)Price Index (CPI) (মূল্যসূচক): এটি হচ্ছে সবচেয়ে কঠিন অথনৈতিক সূচক । সিপিআই একটি দেশের মুদ্রাস্ফীতির মাত্রাকে বুঝায় । মুদ্রাস্ফীতির নিম্নমাত্রায় কারেন্সি প্রায় দুবল হয়ে পড়ে, তাই ট্রেডেরা নিম্ন সিপিআইকে অথনৈতিক মন্দার চিহ্ন হিসেবে বিবেচনা করে থাকে । তবে উচ্চ মাত্রার মুদ্রাস্ফীতিও ক্ষতিকারক হতে পারে কারণ এটি একটি দেশের কারেন্সির মূল্যহ্রাসে নিদেশক হয় । ৮)Studies on manufacturing (উৎপাদন): এটি একটি দেশের উৎপাদন খাত বৃদ্ধির সম্মুখীন হচ্ছে কি না তা নির্দেশ করে থাকে । দেশ এবং উপাদানের উৎপাদেনের পরিমানের উপর নিভর করে বিনিময় হারে বড় ধরণের ওঠানামা হতে পারে । ৯)Retail sales (খুচরা বিক্রয়) : এটি হচ্ছে একটি দেশের খুচরা খাতে ব্যয়ের মাসিক রিপোট । বিক্রয় বৃদ্ধি ভোক্তাদের দেশের আর্থিক ব্যবস্থার উপর আস্থা নির্দেশ করে, সাধারণত এটির দ্বারা একটি সামগ্রিক অথনৈতিক প্রবৃদ্ধি বাড়ে।
Posted on: Fri, 13 Sep 2013 18:43:39 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015