প্রদাহ(Inflamation) এবং - TopicsExpress



          

প্রদাহ(Inflamation) এবং সংক্রমণ(Inflaction) এর মধ্যো পার্থক্য কী...???? যদিও এ শব্দ দুটা নতুন বইয়ে অনেকবার ব্যবহার করা হয়েছে কিন্তু এর ব্যাখ্যা কোন জায়গায় দেয়া হইনি... যাই হোক তোমাদের বোঝার সুবিধার্তে ব্যাখ্যা দেওয়া হল.. *. প্রদাহ যার ইংরেজী নাম হল Inflamation. আমাদের শরীরের নিম্নলিখিত 5 টি দেখা দিলে একে প্রদাহ বলা যাবে... 1. Rubor (Latine name) => Red . 2. Calor => heat 3. Dolor => pain 4. Tumor => swelling 5. Funtion les => no function . আর সংক্রমণ হল আঘাতের ফলে ক্ষতস্থান থেকে পুজঁ বের হওয়া বা অত্যান্ত ব্যথা অনুভব করা.... উপরের সবগুলো হওয়া লাগেনা.. এটাই হল প্রদাহ আর সংক্রমণ এর মধ্যো প্রধান পার্থক্য. written by hsc chemistry page
Posted on: Tue, 30 Dec 2014 13:59:28 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015