প্রশ্ন + উত্তর : # পৃথিবীর - TopicsExpress



          

প্রশ্ন + উত্তর : # পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপঃ বাংলাদেশ # বাংলাদেশের বৃহত্তম দ্বীপঃ ভোলা। # বাংলাদেশের বৃহত্তম ব-দ্বীপঃ সুন্দরবন # বাংলাদেশের সর্ব দক্ষিণের দ্বীপঃ ছেঁড়াদ্বীপ # নিঝুম দ্বীপ কোথায় অবস্থিত? উঃ বঙ্গোপসাগরে, হাতিয়া হতে ৯৭ কি মি দক্ষিণে # নিঝুম দ্বীপ কোণ নদীর মোহনায় অবস্থিত? উঃ মেঘনা। # নিঝুম দ্বীপ এর পুরাতন নামঃ বাউলার চর। # বাংলাদেশের একমাত্র পাহাড়ী দ্বীপ “মহেশখালী” (এই দ্বীপে আদিনাথের মন্দির অবস্থিত) # বাংলাদেশের কোন দ্বীপ বাতিঘরের জন্য বিখ্যাত? উত্তরঃ কুতুবদিয়া। ► যুক্তরাষ্ট্রের কোন সাবেক পররাষ্ট্রমন্ত্র ী White House Years রচনা করেন? - হেনরি কিসিঞ্জার। ► লিবিয়ার প্রয়াত রাষ্ট্রপতি মুয়াম্মার গাদ্দাফি কতবছর ক্ষমতায় ছিলেন? - ৪২ বছর। ► রিপাবলিক গ্রন্থের প্রণেতা কে? - প্লেটো। ► তাসখন্দ চুক্তি কতসালে স্বাক্ষরিত হয়? -১৯৬৬ সালে। ► বুকার কোন দেশের শ্রেষ্ট সাহিত্য পুরষ্কার? - বৃটেন। ► ইউরো মুদ্রার সেন্ট্রাল ব্যাংক কোথায় অবস্থিত? - জার্মানিতে। ► মানবাধিকার চুক্তি স্বাক্ষরিত ও স্বীকৃত হয়েছিল? - ১৯৪৮ সালে। ► বাংলাদেশের প্রথম ডাকটিকেট/মুজিবনগর সরকারের ডাকটিকেটের ডিজাইনার কে ছিলেন? - বিমান মল্লিক। ► M-19 কোন দেশের গেরিলা সংগঠন? - কলম্বিয়া। ► কোন সালে পাকিস্থানে প্রথম সামরিক শাসন জারি করা হয়? - ১৯৫৮ সালে। ► ইবনে বতুতা কোন দেশের পর্যটক? - মরক্কো। ► বাংলাদেশের সর্ববৃহৎ এথনিক গোষ্ঠী কোনটি? - চাকমা। ► SMOG কি? - দূষিত বাতাস। ► আবহাওয়া সম্পর্কিত বিজ্ঞান? - মেটিওরোলজি। ► মানুষের মস্তিষ্কের ওজন কত? ১.৩৬ কেজি। ► কোনটি দেহকোষ নয়? - শুক্রাণু। ► Flora বলা হয়? - উদ্ভিদকুলকে। ► বৃহত্তম সৌরশক্তিচালিত নৌকার নাম? এম টুরানোর প্লানেট সোলার ► পাকিস্তান প্রথম বারের মতো কোন কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপন করে? পাকসটি-১ ► বিশ্বের বৃহত্তম ভিডিও গেমস মেলা কোথায় অনুষ্ঠিত হয়? কোলন, জার্মানি ► দ্যা গুড মুসলিম উপন্যাসের লেখক কে? তাহমিমা আনাম ► দ্য লাকুনা উপন্যাসের লেখক কে? বারবারা কিংসলভার , যুক্তরাস্ট্র ► বিশ্ব বানিজ্য রিপোর্ট প্রকাশ করে কোন সংস্থা? বিশ্ব বানিজ্য সংস্থ্যা ► বিশ্ব হেপাটাইটিস দিবস? ৩০ জুলাই ► বিশ্বের বনভুমির পরিমান সবচেয়ে বেশি? রাশিয়া ► আদিবাসী সংক্রান্ত বিশ্ব সম্মেলন অনুষ্ঠিত হবে? ২০১৪ সালে ► বিশ্বের দীর্ঘতম রেলপথ : ট্রান্স সাইবেরিয়ান। ► পৃথিবীর সর্বাপেক্ষা খর্বাকায় জাতি : পিগমি। ► ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয় : মিশর ও ইসরাইলের মধ্যে (১৯৭৮ সালে)। ► জাতিসংঘ বিশ্ববিদ্যালয় যে দেশে অবস্থিত : জাপানে। ► পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয় : কারুইন বিশ্ববিদ্যালয়, মরক্কো। ► ‘আবু সায়াফ’ হলো : ফিলিপাইনের স্বাধীনতাকামী মুসলিম গেরিলা সংগঠন। ► ‘সিমলাইন’ হলো : ইসরাইল কর্তৃক গাজা উপত্যকায় নির্মিত বেষ্টনী। ► The Wings of Fire বইটির লেখক : এ.পি.জে. আব্দুল কালাম (ভারত)। ► আগুনের দ্বীপ বলা হয় কোনটিকে? আইসল্যান্ডকে ► আর্জেন্টিনার প্রধান ভাষা কোনটি? স্প্যানিশ ► চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজিদ হাওলাদার আবিষ্কৃত নতুন প্রজাতির ব্যাঙের নাম কি? Fejer varya asmati ► বিশ্বে সাপের কামড়ে সবথেকে বেশি লোক মারা যায় কোন দেশে? শ্রীলংকায় ► কয়টি দেশ নিয়ে জাতিসংঘের যাত্রা শুরু হয়েছিল? ৫১টি ► নীল নদ বর্তমানে ১১টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, দেশ গুলো হল Ethiopia, Sudan, South Sudan, Egypt, Uganda, Congo, Kenya, Tanzania, Rwanda, Burundi, Eritrea ► মায়ানমারের পূর্বের রাজধানীর নাম Yangon। বর্তমান রাজধানীর নাম Nay Pyi Taw (officially spelled) । ► এভারেস্টের চূড়া থেকে ১ম মোবাইল কল করেন রড ব্যাবার (বৃটিশ নাগরিক্) ২১ মে ২০০৭ চায়না টেলিকম সংস্থার স্থাপিত টাওয়ারের সাহায্যে কলটি করেন। ব্যবহার করেছিলেন মটোরোলার মোটোরেজর জেড-৮ সেট। ► পৃথিবীর শীতলতম স্থান - রাশিয়ার ভারখয়ানস্ক্। ► বাংলাদেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিল - ২ বার। ► বাংলাদেশে প্রচলিত প্রথম কম্পিউটারের নাম কি? IBM 1620
Posted on: Fri, 09 Jan 2015 13:54:14 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015