প্রশ্ন :এক দিনের দেশ - TopicsExpress



          

প্রশ্ন :এক দিনের দেশ প্রেম দেখিয়ে কি হবে?? আজকে মহান বিজয় দিবস দেখে অনেকে লাল-সবুজের পতাকা, দেশপ্রেমের গান, নানান সাজে উল্লাসিত! রাস্তাঘাটে মিছিল, গান, স্লোগান, দেশাত্মবোধক অনুষ্ঠান!! দেশ প্রেম দেখাতে শিশুর লাল-সবুজ জামার সাথে হাতে একটা পতাকা! গালে ১৬ ই ডিসেম্বর! স্মৃতিসৌধের ছবি আকা!! সাথে আমাদের ফেসবুক একটিভিটি তো আছেই! এই কার সাজি দেখে আবার অনেকের খোটা, ব্যাংগাত্বক স্ট্যাটাস, কত কি!!! আরে ভাই! আজকের আধুনিকতার যুগেও যে একদিনের দেশপ্রেম দেখায়! এটাকি কম না? আপনারা কি চান! যে যারা ৩৬৫ দিন দেশপ্রেম দেখাবেনা দেখে আজকেও দেখানো উচিত না? এভাবে হইলে তো প্রতি মহান বিজয় দিবসে তোমারাই বলবা আজকে ১৬ই ডিসেম্বর And no one gave a Damn আর কে দেশপ্রেমিক, কিভাবে দেশের সেবা করে, প্রেম প্রাকাশ করে এটাতো আমাদের কাছে জানানোর জন্য কেও বাধ্য না। আমি যদি নিজের ভিতরে সারা জীবন ধরেই দেশপ্রেম জাগিয়ে রাখি এবং নিজের কাজের মধ্যে দেশের প্রতি আমার দায়িত্ব ও কর্তব্য পালন করি! ঐটা কি আমি ফেসবুকে পোস্ট দিয়ে সবাইকে জানাবো! কেও আমমাকে ভালো কাজে দেখলো না, কিন্তু ১৬ই ডিসে পতাকা সহ দেখেই বলবে আমি একদিনের প্রেমিক! আরে ভাই আমি কি করি না করি তা আপনি জানেন? শুধু আমার একটি কাজের জন্য ৩৬৫ দিনের খবর না জেনে আমাকে বিবেচনা করিও না।
Posted on: Tue, 16 Dec 2014 08:32:38 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015