প্রশ্নঃ ‘কারবালা’ - TopicsExpress



          

প্রশ্নঃ ‘কারবালা’ বর্তমানে কোন দেশে অবস্থিত? ক. জর্দান খ. সিরিয়া গ. সৌদি আরব ঘ. ইরাক উত্তরঃ ঘ প্রশ্নঃ ‘ফালুজা’ শহরটি কোন দেশে অবস্থিত? ক. ইরাক খ. সিরিয়া গ. লিবিয়া ঘ. ইরান উত্তরঃ ক প্রশ্নঃ No Fly Zone কোন দেশে অবস্থিত? ক. ইরাক খ. কুয়েত গ. আফগানিস্তান ঘ. ইসরাইল উত্তরঃ ক প্রশ্নঃ Basra lies in:/ বসরা কোথায় অবস্থিত? ক. Japan খ. Iraq গ. China ঘ. Iran উত্তরঃ খ প্রশ্নঃ The capital of Qatar is/ কতারের রাজধানী? ক. Dubai খ. Doha গ. Sharjah ঘ. Abu Dhabi উত্তরঃ খ প্রশ্নঃ Which is the capital city of Kuwait: / কুয়েতের রাজধানী শহর কোনটি? ক. Jeddah খ. Amman গ. Tehran ঘ. Doah ঙ. None of these উত্তরঃ ঙ প্রশ্নঃ দুই ইয়েমেন কত সালে একত্রিত হয়? ক. ১৯৮৫ খ. ১৯৯০ গ. ১৯৯২ ঘ. ১৯৯৫ উত্তরঃ খ প্রশ্নঃ Doha is the capital of / দোহা কোন দেশের রাজধানী? ক. Bahrain খ. Qatar গ. Brunei ঘ. Oman উত্তরঃ খ প্রশ্নঃ Wailing Wall অবস্থিত-- ক. বার্লিনে খ. রোমে গ. জেরুজালেমে ঘ. মাদ্রিদে উত্তরঃ গ প্রশ্নঃ দুরপ্রাচ্যের দেশ কোনটি? ক. অস্ট্রেলিয়া খ. নিউজিল্যান্ড গ. মঙ্গোলিয়া ঘ. সিরিয়া উত্তরঃ গ প্রশ্নঃ দূরপ্রাচ্যের দেশ- ক. ওমান খ. জাপান গ. সিরিয়া ঘ. ভিয়েতনাম উত্তরঃ খ প্রশ্নঃ পানমুনজাম কি? ক. তাইওয়ানের রাজধানী খ. আগামী শীতকালীন অলিম্পিকের ভেন্যু গ. আসিয়ানের সদর দপ্তর ঘ. দুই কোরিয়ার মধ্যে একটি গ্রাম উত্তরঃ ঘ প্রশ্নঃ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম কি? ক. বুশ হাউজ খ. ব্লু হাউজ গ. ক্রোমলিন ঘ. হোয়াইট লজ উত্তরঃ খ প্রশ্নঃ Capital city of Japan--/ জাপানের রাজধানী- ক. Shanghai খ. Osaka গ. Hongkong ঘ. Tokyo উত্তরঃ ঘ প্রশ্নঃ উলানবাটোর কোন দেশের রাজধানী? ক. মঙ্গোলিয়া খ. সোমালিয়া গ. ঘানা ঘ. কোনটিই নয় উত্তরঃ ক Admin Simon For more পড়ালেখার বিকল্প নেই Bcs & Bank + other jobs preparation page
Posted on: Thu, 02 Oct 2014 10:35:29 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015