প্রশ্ন – ২৮ কুরান - TopicsExpress



          

প্রশ্ন – ২৮ কুরান অনুসারে, পবিত্র মক্কা মুসলিম দের জন্যে একটা সুরক্ষিত বা নিরাপদ জায়গা (Quran 2:125, 5:97) (যেটা আল্লাহর একটা মিথ্যা প্রতিশ্রুতি) ! অথচ তিনি কি ভবিষ্যতে এই মক্কাতেই মুসলিম নিধনের ব্যাপারে অজ্ঞেয় ছিলেন না ? Juhayman al-Otaybi and Abd-Allah ibn al-Zubayr, and Abu Tahir al-Janabi killed thousands of Muslim pilgrims in Mecca. Moreover, Yazid Bin Muawiya sent a battalion of army to attack Mecca and desecrated the Kaaba. উত্তরঃ আসুন (Quran 2:125, 5:97) আয়াত দুটি দেখে নেই Quran 2:125 And when We made the House a place of return for mankind and (a place o) security and (said), Take [from] (the) standing place (of) Ibrahim, (as) a place of prayer. And We made a covenant with Ibrahim and Ismail [that], [You both] purify My House for those who circumambulate and those who seclude themselves for devotion and prayer and those who bow down and those who এই আয়াতটি আসলে ইব্রাহিম (আঃ) এর সময়ের কথা বলছে,মুহাম্মদ(সাঃ) এর উম্মাতের কথা নয় Quran ৫:৯৭ 5:97 جعل الله الكعبة البيت الحرام قياماللناس والشهر الحرام والهدى والقلائد ذلك لتعلموا ان الله يعلم مافي السماوات ومافي الارض وان الله بكل شئ عليم ________________________________________ Transliteration JaAAala Allahu alkaAAbata albayta alharama qiyaman lilnnasi waalshshahra alharama waalhadya waalqala-ida thalika litaAAlamoo anna Allaha yaAAlamu ma fee alssamawati wama fee al-ardi waanna Allaha bikulli shay-in AAaleemun Literal God put/made the Kaaba, the House/Home the Respected/Sacred standing to (for) the people and the forbidden/sacred the month and the offering and the necklaces , that to know that God knows what (is) in the skies/space and what (is) in the earth/Planet Earth, and that God (is) with every thing knowledgeable. এই আয়াতটি দেখুন,আয়াতে বলা হয়েছে কাবাকে সম্মানিত,পবিত্র (sacred)স্থান, নিরাপত্তার কথা কিন্তু বলা হয় নাই প্রশ্ন – ১১ Quran 2:117 অনুযায়ী আল্লাহ যখন কোন কার্য সম্পাদনের সিন্ধান্ত নেন তখন তিনি বলেন, ‘হয়ে যাও’ আর তৎক্ষণাৎ তা হয়ে যায় । তাহলে আকাশ এবং পৃথিবী সৃষ্টিতে তাঁর ৬ দিন (period) লাগলো কেন (Quran 7:54; 10:3; 11:7; 25:59; 32:4; 50:38; 57:4) ? এখানে কি আল্লাহর কাজে এবং কথায় কন্ট্রাডিকশন দেখা যাচ্ছে না ? উত্তরঃ ব্যাপারটা খুব সহজ,একজন মহিলার যখন বাচ্চা হয় তখন নরমাল ডেলিভারি যেমন সম্ভব তেমনি সিজার ডেলিভারি ও সম্ভব।কিন্তু ডাক্তার রোগির অবস্থা বুঝে ঠিক করেন কি রকম ডেলিভারি হবে। মহাবিশ্বকে/পৃথিবিকে আল্লাহ ১ মুহুর্তে তৈরি করতে পারতেন,কিন্তু মহাবিশ্বের/পৃথিবির স্থায়িত্ব,বিন্যাস এর জন্যে যে সময়টুকু দরকার সে প্রয়োজনিয় সময়টুকু না দিলে মহাবিশ্ব/পৃথিবি কি করে টিকত? প্রশ্ন – ২১ আল্লাহর ভাষ্যমতে, মৃত্যুর পরে সকল প্রানী (পশুপাখি থেকে শুরু করে কীটপতঙ্গ) মানুষের সাথে যোগ দেবে, যাদের একইসাথে পাপকাজের বিচার অনুষ্ঠিত হবে (Quran 6:38) ! প্রশ্ন হলো, অন্যান্য জীবের বেলায় পাপ কাজের মাপকাটি ধরা যায় কিভাবে ? মানুষের মত তাদের মাঝেও কি কোন নবী নির্বাচিত হয় বা কোন আসমানি কিতাব দেওয়া হয় ? তাদের কি আল্লাহ/সৃষ্টিকর্তা ব্যাপারটা বোঝার মত কোন ধরনের বোধবুদ্ধি আছে ? কিংবা আছে তাঁকে অস্বীকার করার মত কোন বিষয় (অর্থাৎ কাফেরের উপস্থিতি) ? উত্তরঃ Quran 6:38 There is not an animal in the earth, nor a flying creature flying on two wings, but they are peoples like unto you. We have neglected nothing in the Book (of Our decrees). Then unto their Lord they will be gathered. – ভাল করে আয়াতটি পড়ে দেখুন তো এখানে কি পশু পাখিদের জান্নাত/জাহান্নাম এর মত কিছু বলা আছে? পশুপাখিদের আল্লাহকে স্বীকার করতে হবে রব হিসেবে এরকম কোন কথা কি বলে হয়েছে? আসলে পশুপাখিদের বিচারের বিষয়টা হাদিস থেকে জানা যায় ,যে কোন সবল পশুপাখি যদি দুর্বল কোন পশুপাখিকে আঘাত করে তবে হাশরের ময়দানে দুর্বল টিকে সবল করে সেই আঘাতের প্রতিশোধ নেওয়ানো হবে,এরপরে উভয়ে মাটিতে পরিনত হবে প্রশ্ন – ৩০ পৃথিবীর সকল প্রানীই কি মানুষের মত একটা সমাজ বা কমুনিটিতে বাস করে (Quran 6:38) ? কুরান রচয়িতার কি জাগুয়ার (jaguar), লেপার্ড (leopard) বা মাকর্সা (spiders) এদের ব্যাপারে অজানা ছিল ? উত্তরঃপ্রস্নকর্তা বুঝতেই পারেন নাই যে মানব জাতির যেমন বিচার হবে হাশরের ময়দানে তেমনি প্রত্যেকটি পশুপাখি তাদের সবল অবস্থায় দুর্বল পশুপাখিকে আঘাত করার শাস্তির ব্যাপারে আয়াতটিতে বলা হয়েছে। এখানে সমাজবদ্ধতার কথা বলা হয়নি,সবল জাগুয়ার দুর্বল জাগুয়ারকে আঘাত করলে সেই আঘাতের প্রতিশোধের কথা কেবল বলা হয়েছে প্রশ্ন – ২৫ ইহুদিরা (Jews) সম্পূর্ণ রূপে একেশ্বরবাদী থাকা সত্বেও কুরান কিসের ভিত্তিতে দাবি করে তারা বহুঈশ্বরে বিশ্বাসি (Quran 9:30) ? উত্তরঃ Quran 9:30 Sahih International: The Jews say, Ezra is the son of Allah ; and the Christians say, The Messiah is the son of Allah. That is their statement from their mouths; they imitate the saying of those who disbelieved [before them]. May Allah destroy them; how are they deluded? ইহুদিরা যে একজন মানুষকে আল্লাহের পুত্র বলে কথাটি কি মিথ্যা? প্রশ্ন – ৫ কুরান ‘বৈদিক’ বা ‘বৌদ্ধ’ ধর্মের মত গুরুত্বপুর্ণ ধর্ম গুলো বাদ দিয়ে কেন এমন একটা ধর্মের উল্লেখ করে যার অস্তিত্ব বিলুপ্ত (যেমন Sabians : Quran 2:62) এর মানে কি এই দাড়ায় না যে নবী মুহম্মদের সেসকল ধর্ম সম্পর্কে কোন ধারনাই ছিলো না ? উত্তরঃকারন তারা মূশরিক/নাস্তিক হিসেবেই গণ্য হয়েছে, কোরআন নাজিল হবার সময়ে ভারতে যেমন বৈদিক ধর্ম ছিল,তেমনি ইরানেও প্যাগান ধর্ম প্রচলিত ছিল,ইউরোপ এ প্যাগান ধর্ম ছিল,যারা সবাই মুর্তি পুজক ছিল,কিন্তু পরবর্তিকালে ইরান ও ইউরোপ থেকে প্যাগানিজম বিলিন হয় , তাহলে কি প্রশ্নকর্তার মতে ইরান ইউরোপের প্যাগানদের কথাও আলাদাভাবে বলা উচিত ছিল? প্রশ্ন – ৩৩ মহাশূন্য ভ্রমনের পথপ্রদর্শক হল অমুসলিমরা প্রায় ৫০ বছর আগে ! বর্তমান প্রযুক্তি ব্যবহার করে মানুষ ইতিমধ্যে সৌরজগতের শেষ সীমা উৎঘাটন করে ফেলেছে ! অথচ কুরান দাবি করে আল্লাহর অনুমতি ব্যতিত কারো পক্ষে আকাশ ভ্রমন বা পৃথিবীর সীমা অতিক্রম সম্ভভপর নয় (Quran 55:33) ! তাহলে কি বলা যায় যে আল্লাহর ইচ্ছে অমুসলিমদের বেলায় কাজ করে না ? Sahih International O company of jinn and mankind, if you are able to pass beyond the regions of the heavens and the earth, then pass. You will not pass except by authority [from Allah ]. আরবিতে এই আয়াতের শেষে বলা আছে ইল্লা বিসুলাইমান ইল্লা শব্দের অর্থ “যদি” আর সুলাইমান শব্দের অর্থ আরবিতে হয় মহাশক্তি,ক্ষমতা, সুলাইমান শব্দের অর্থ কিন্তু কোনভাবেই অনুমতি নয়, I have authority over him এর মানে কিন্তু কারুর উপরে ক্ষমতা থাকা,অনুমতির কোন ইস্যু কিন্তু এখানে আসে নাই প্রশ্ন – ৪ কুরানের আয়াত (Quran 6:101) অনুযায়ী আল্লাহর কোন সন্তান থাকতে পারেন না যেহেতু তাঁর কোন সঙ্গি নেই ! আবার এও বলে যে মেরির গর্ভে সন্তান আসে কোন পিতা ছাড়াই (Quran 19:20-21) কিভাবে মেরির ক্ষেত্রে এমন একটা ব্যাপার ঘটলো যেটা আল্লাহ পারে না ? এটা কি আল্লাহর ক্ষমতার (Omnipotence means unlimited power, capable of doing absolutely anything) দিকে প্রশ্ন তোলে না ? উত্তরঃএটা কোন প্রশ্ন হয়নি একেবারেই,মরিয়মের গর্ভে সন্তান আসাটা আল্লাহের ক্ষমতার প্রকাশবলেই সম্ভব হয়েছে প্রশ্ন – ৭ কুরানের ভাষ্যমতে, এটা যদি আল্লাহ ব্যাতিত অন্য কারো রচিত হত তবে তাতে বৈপরিত্য দেখা যেত (Quran 4:82) ! কিন্তু কুরানে প্রচুর আয়াত খুঁজে পাওয়া যায় যেগুলো একটার সাথে অন্যটা সাঙ্ঘর্ষিক (যেমন Quran 29:46 and 9:29) ! এর মানে কি এই নয় যে কুরান আসলে মুহম্মদেরই রচনা ? উত্তরঃ আসলে প্রশ্নকর্তা Quran9:29 আয়াত বুঝতেই পারেননাই,এই আয়াতে কেবল খ্রিস্তান/ইহুদিদের সাথে ধর্মিয় ব্যাপারে বিতর্কে বাড়াবাড়ি না করতে বলা হয়েছে,কিন্তু যিজিয়া কর তাদের দিতে হবে Quran 29:46 অনুসারে প্রশ্ন – ৩৬ আল্লহ জানান যে, মুহম্মদ শুধুমাত্র একজন সাধারন মানুষ ব্যতিত আর কিছু নয় যে (Quran 17:90-96) কাফের দের কোন অবিশ্বাস্য ঘটনা দেখাবেন ! আবার এও বলে, মুহম্মদ কাফের দের চাঁদ দ্বিখণ্ডিত করে দেখিয়েছেন (Quran 54:1-2 Sahih Bukhari 4:56:830, 4:56:831) ! এখানে কি আল্লাহ কে মিথ্যাবাদি বলে মনে হচ্ছে না Sahih International And they say, We will not believe you until you break open for us from the ground a spring. 17:91 to top Sahih International Or [until] you have a garden of palm tress and grapes and make rivers gush forth within them in force [and abundance] 17:92 to top Sahih International Or you make the heaven fall upon us in fragments as you have claimed or you bring Allah and the angels before [us] 17:93 to top Sahih International Or you have a house of gold or you ascend into the sky. And [even then], we will not believe in your ascension until you bring down to us a book we may read. Say, Exalted is my Lord! Was I ever but a human messenger? 17:94 to top Sahih International And what prevented the people from believing when guidance came to them except that they said, Has Allah sent a human messenger? 17:95 to top Sahih International Say, If there were upon the earth angels walking securely, We would have sent down to them from the heaven an angel [as a] messenger. 17:96 to top Sahih International Say, Sufficient is Allah as Witness between me and you. Indeed he is ever, concerning His servants, Acquainted and Seeing. পাঠক ভালভাবে উপরের ৬টি আয়াত পড়ে দেখুন তো এখানে কি মুহাম্মদ(সাঃ) কে সাধারণ মানুষ/কাফের দের কোন অবিশ্বাস্য ঘটনা দেখাতে অক্ষম বলা হয়েছে কিনা? না বলা হয়ে থাকলে এই মিথ্যাচারের কারন কি?আসলে তাকে একজন মানব নবী হিসেবে প্রেরন করা হয়েছে,এবং পৃথিবিতে মানুষের পরিবর্তে ফেরেস্তা থাকলে ফেরেস্তাদের থেকে নবী পাঠানো হত একথাই কেবল বলা হয়েছে প্রশ্ন – ১৮ কুরান ভুলবশত (?) হত্যার বেলায় একটা সহজ সাজা নির্ধারন করে দিয়েছে – একজন দাস মুক্তি / রক্ত পণ অর্পন (ক্ষতি পূরণ) / দুই মাস সিয়াম (রোজা পালন), যদিও ইচ্ছেকৃত হত্যার বেলায় বেঁচে থাকতে তাঁর কোন সাজা নেই (Quran 4:92-93) ! আপনার কি মনে হয় এটা কোন আল্লাহর তৈরি আইন হতে পারে ? কুরআন ৪:৯২ Sahih International And never is it for a believer to kill a believer except by mistake. And whoever kills a believer by mistake - then the freeing of a believing slave and a compensation payment presented to the deceaseds family [is required] unless they give [up their right as] charity. But if the deceased was from a people at war with you and he was a believer - then [only] the freeing of a believing slave; and if he was from a people with whom you have a treaty - then a compensation payment presented to his family and the freeing of a believing slave. And whoever does not find [one or cannot afford to buy one] - then [instead], a fast for two months consecutively, [seeking] acceptance of repentance from Allah . And Allah is ever Knowing and Wise. 4:93 to top Sahih International But whoever kills a believer intentionally - his recompense is Hell, wherein he will abide eternally, and Allah has become angry with him and has cursed him and has prepared for him a great punishment. পাঠক আসলে কোরআনে ৪ঃ৯৩ আয়াতে বলা হয়নাই যে ইচ্ছাকৃত খুনের জন্যে কাউকে ছেড়ে দেওয়া হবে,এই আয়াতে কেবল খুনির পারলৌকিক শাস্তির কথা বলা হয়েছে কোরান ২:১৭৮ O you who have believed, prescribed for you is legal retribution for those murdered - the free for the free, the slave for the slave, and the female for the female. But whoever overlooks from his brother anything, then there should be a suitable follow-up and payment to him with good conduct. This is an alleviation from your Lord and a mercy. But whoever transgresses after that will have a painful punishment. এই আয়াতে খুনের ইহকালিন শাস্তির কথা বলা হয়েছে
Posted on: Mon, 08 Dec 2014 17:02:58 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015