প্রয়োজনীয় ওয়েব সাইট - TopicsExpress



          

প্রয়োজনীয় ওয়েব সাইট কম্পিউটারে সেভ করে রেখে দিন কাজে লাগতেও পারে Quick Draw McGraw পদ্ধতি: দ্রুততম উপায় হচ্ছে, Alt+Print Screen চেপে কপি করা এবং এরপর একটি ইমেজ প্রসেসর (যেমন Paint in Windows) খুলে Ctrl+V প্রেস করা। ফাইলটাকে JPEG, PNG, BMP যেকোনো ফরম্যাটে সেভ করতে পারবেন আপনি। Content Capture পদ্ধতি: পেজের সবগুলো কনটেন্ট কপি করে Ctrl+S প্রেস করুন Save As ডায়ালগ বক্স খোলার জন্য। Internet Explorer, Mozilla Firefox, এবং Google Chrome আপনাকে “Web Page, complete” সেটিং অথবা “Web Page, HTML only.” ডিফল্ট হিসেবে সেভ করার সুবিধা দিবে। Firefox- এ আরও দুটি ফাইল সেভ অপশন দিয়েছে, : “Text files” এবং “All files.” যা হোক, “Web Page, complete”- এ সেভ করলে HTML- এ সেভ হবে এবং একটি ফোল্ডারের মধ্যে ঐ পেজের অন্যান্য উপাদান যেমন ইমেজ, স্ক্রিপ্ট জমা থাকবে। যখন লোকাল ফাইল আপনার ব্রাউজারে খুলবেন তখন লিঙ্ক, ইমেজ খুলতেও পারে নাও পারে। এটা নির্ভর করে নেটওয়ার্ক কানেকশন, হোস্ট ওয়েব সার্ভারের প্রাপ্তিতার উপর। The Text Only পদ্ধতি: যদি আপনি পেজের ইমেজ এবং ইন্টারএকটিভ উপাদান ছাড়া শুধুমাত্র টেক্সট কপি করতে চান তাহলে দ্রুততম পদ্ধতি হল সম্পূর্ণ পেজটাকে সিলেক্ট করতে Ctrl+A প্রেস করুন এবং কপি করতে প্রেস করুন Ctrl+C, যেকোনো ওয়ার্ড প্রসেসর বা টেক্সট এডিটর খুলুন এবং ক্লিক করুন Edit > Paste Special > Unformatted text। এভাবে সেভ করলে টেক্সটের সাথে আপনার অনা-কাঙ্ক্ষিত সাইট ন্যাভিগেশন যুক্ত হবে । টেক্সট পেস্টিং নিখুঁত হবে যদি মাউজ দিয়ে শুধু মাত্র টেক্সট সিলেক্ট করেন আপনার পছন্দ ও চাহিদা অনুযায়ী। Print as PDF approach পদ্ধতি: গুগল ক্রম বিল্ট ইন PDF ফাইলে ‘প্রিন্টিং’-এর সুবিধা পাওয়া যায় যা Firefox ও IE- তে পাওয়া যায় না। শুধুমাত্র উপরের ডানপাশে কোনায় ক্লিক করে Print > PDF > Save as PDF পছন্দ করতে হয়। উইন্ডোজে print-preview পেজটায় লে আউট portrait থেকে landscape করা যায়, পেজের নির্দিষ্ট কিছু অংশ সিলেক্ট করা যায় এবং অন্যান্য অপশন এর সুবিধা পাওয়া যায় Advanced- এ ক্লিক করে। যেসব উইন্ডোজে পিসিতে PDF সফটওয়্যার ইনস্টল করা থাকে তাতে Firefox –এ Print ডায়ালগ বক্সে এই অপশন পাওয়া যাবে। ChromePDF 500x377 প্রয়োজনীয় ওয়েব সাইট কম্পিউটারে সেভ করে রেখে দিন কাজে লাগতেও পারে যদি Internet Explorer 9 ব্যবহার করেন তবে রাইট ক্লিকে “Convert to Adobe PDF” অথবা “Append to existing PDF’’ অপশন দুটি পাবেন। এখন প্রয়োজন অনুসারে পছন্দ করুন। Browser Plug-in পদ্ধতি: এ পদ্ধতিতে সেভ করলে আপনি অফ লাইনে দেখার সুবিধা পাবেন। অফ লাইনে দেখার জন্য লিস্ট আকারে যেসব পেজ সেভ করেছেন সেগুলো দেখতে হলে আপনাকে Read It Later সার্ভিসে সাইন আপ করতে হবে। এ ক্ষেত্রে সুবিধা হল, কোন পিসি বা ব্রাউজার ব্যবহার করছেন তাতে কোন সমস্যা নেই। Firefox-এর উপরের ডান কোনায় একটি বাটন আছে সেখান থেকে খুব দ্রুত আপনি সেভ করা পেজ গুলোতে যেতে পারবেন। যেকোনো পেজের উপরে রাইট ক্লিক করে Read This Page Later পছন্দ করুন তাহলে এটা অফ লাইন ব্রাউজিং লিস্টের অন্তর্ভুক্ত হয়ে যাবে । IE- এর Favorites toolbar ও Chrome-এর bookmarks bar এর মধ্যে সার্ভিসের বুকমার্কলেট নিয়ে আসতে হবে। Chrome-এ যদি বুকমার্ক বার দেখা না যায়, তবে উপরের ডানের রেঞ্ছ আইকনে ক্লিক করে “Always show the bookmarks bar” পছন্দ করুন। তাহলেই পেয়ে যাবেন। এই হল পদ্ধতিগুলো আপনার প্রয়োজন অনুযায়ী তবে এবার ওয়েব পেজ সেভ করুন।
Posted on: Thu, 26 Sep 2013 12:24:53 +0000

Trending Topics



/b>
Replacement Lamp Module for EIKI LC-XL200 Projectors (Includes
Hi everyone! Please see Kirty Lindgrens post about her fundraiser

Recently Viewed Topics




© 2015