ফেবুতে ফ্রেন্ডশিফ; কখনো - TopicsExpress



          

ফেবুতে ফ্রেন্ডশিফ; কখনো কখনো হাস্যকর মনে হয় ব্যপারটা। confirm বাটনে একচাপে বন্ধুত্ব, একটু নিচে যাও। unfriend বাটন, ভেঙ্গে দাও সব সম্পর্ক! এর বাইরে কি আর কিছু নেই? আছে, কারো টাইমপাস আর কারো পাগলামি। সময় যাই লাগুক unfriend বাটন confirm, ব্যাস্। যেভাবে শুরু সে ভাবেই শেষ। লিস্ট ফুল হলেই ঘোষনা আনফ্রেন্ড করার, অথছ এ লিস্ট ফুল করার জন্যই নির্লজ্যতার শেষ সিমাটিও স্পর্শ করেছে, প্রমোট ভিক্ষা, অন্যের কমেণ্ট বক্সে add me. কাউকে unfiend মজা নয়, বরং লজ্যা পাওয়া উচিৎ কারন অযোগ্য তুমিই ছিলে নিজেকে তার ফ্রেন্ড লিস্টে থাকার যোগ্য বানাতে পারনি। অনেকে আবার শুসম্পর্ক থেকে এ্যক্টিভ ফ্রেন্ড প্রত্যাসি হয় বেশি (নিয়মিত লাইক কমেণ্ট না দিলে শালা ফ্রেন্ড কিশের?)। ফেবুর এ্যক্টিভিটি যে জীবন আর মূল্যবান সময় গুলকে কতটা পিছিয়ে নিচ্ছে কেউ ভাবেনিও কখনো। কারো কাজ থাকতে পারেনা? কেউ আপদ বিপদেও পড়তে পারেনা? কিংবা কেউতো এমবি কিনতে না পেরেও অফ হয়ে থাকে! যাও, go out off my list! আশ্চর্য না হয়ে উপায় আছে! ফেসবুকই বোধয় একমাত্র বই যেখানে ইংরেজী friend আর বাংলায় বন্ধু এ দুটি শব্দের আলাদা মানে, এবং অনেক প্রার্থক্য। ফেবুতে কিছু এ্যলিয়েন আছে, এদের কেউ ফ্রেন্ড বা মানুষ বলেনা, সভ্য ফেসবুকাররা এদের আদর করে ফেবুসেলিব্রেটি ডাকে। যারা সব সময় ভাবের মধ্যে থাকে। ইনাদের মধ্যে আরেকটি সম্প্রদায় আছে যারা নিয়মিত অটো লাইক কমেণ্ট নিয়ে নিজেকে চাঙ্গা রাখেন। আর কিছু আবাল তাদের ভাবের গোড়ালিতে জল ঢেলে ভাবটাকে আরো মজবুত করে। আর আমার একটা বিশেষ মতবাদ ফেবুতে সব মেয়েই celibrety human (হনুমান)। দেখতে হোক শকুন বা বানরের জাত খালাত বোন, বা শয়ং.... তবুও বিখ্যাত। ছেলেরা একটি অঙ্গের আকর্শনে উনাদের মুখ আর মন, আর জ্ঞান দেখতে ভুলে যায়। gender female হলে সব male genderরা নিজেকে উইপোকা হিসেবে পরিচয় দেয়, হামলে পড়ে আঁধার রাতের সবেধন নীলমনি আলোকভিম্বটির দিকে, তারপর আর কি! কেউ কেউ আছে স্বঘোসিত ভদ্রলোক, যারা অভদ্র কাউকে ব্লক মেরে খুব সাজিয়ে তা পোস্ট করবে। যা পড়ে ব্লক খাওয়া ফেবু ইউজারের প্রতিই ঘৃনা জন্মায়, মনে হয় ওকে ব্লক মারাই উচিৎ ছিল। কিন্তু; কখনো কি এমন মনে হয়নি, ৫.০০০ ফ্রেন্ড, ব্লকে আছে কয়েক জন, হুম; ওরা খারাপ। কিন্তু ফ্রেন্ড ৫.০০০, ব্লকে শখানেক বা কয়েকশ। তখন এদের সবাইকে নিশ্চয় খারাপ বলা যায়না? মনে রেখো, কারো মুখ বন্ধ করার চেষ্টা চিরদিনই নিজের অপরাধ ঢাকার অপচেষ্টা বলে গন্য হয়। কে অপরাধী, তার নাম কালো করেছ, কালিটা কিন্তু তোমার কাছেই ছিল। ছিল বলেই তাকে দান করে নিজেকে পবিত্র ভাবছ। লিস্ট ফুল, তবু আমার এমন কেউ নেই ফেবুতে এলেই যাকে খুঁজব, অন পেলে বলব হেই কেমন আছ তুমি? অফ পেলে বলব খুব মিস করছি। ৫.০০০ জন একই সাথে নিশ্চয় friend থেকে বন্ধু হবার অযোগ্য হতে পারেনা। আমি জানিনা বন্ধু কিভাবে হয়, কখনো পরিবার থেকে সুযোগ পাইনি কারো সাথে মেশার, কারো মন রেখে কিভাবে কথা বলে আমি জানিনা, পারিনা কাউকে খুসি করতেও। কিন্তু বাবা বেঁচে থাকতে কোন কুক্ষনে সত্যি বলার প্রয়োজনিয়তা, আর সাহস দিয়ে গেছেন। উনার উপদেশ পালন করতে গিয়ে বন্ধু না হোক শত্রু বানিয়েছে অনেক। কত্থেকে লেখার শুরু করছি মনে নেই এত লম্বা হয়ে যাবে তাও ভাবিনি। শেষ করার আগে এটুকুই বলব no friend, be a বন্ধু হাজার ঘণ্টার এ্যক্টিভিটির থেকে সেই একটি আনএ্যক্টিভ মুহর্ত অনেক বেশি মূল্যবান যখন তোমার অনুপস্থিতি কাউকে চিন্তিত করবে। চরম ব্যস্ততার কোন অলস অবসরে কিছুক্ষনের জন্য ফেবুতে অন হয়ে যদি সেই টেক্সটটা চোখে পড়ে তুমি ঠিক আছতো, অনেক দিন কোন সাড়া নেই, নিশ্চই কোন বিপদ হয়নি? কে যানে কেমন আছ, কিন্তু দোয়া করছি কোন অনাকাংখিত সময়ের ফেস করতে যেন না হয় তোমায়। কিংবা এমন কোন টেক্সট অনেক মিস করছি তোমাকে। যেখানেই থাক, ভাল থেকো; ভাল থাকুক তোমার প্রিয় জনেরাও। কেমন লাগবে, সত্যিই যদি এমন হয়?
Posted on: Fri, 22 Aug 2014 01:24:56 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015