ফেরত নিয়ে আসুন - TopicsExpress



          

ফেরত নিয়ে আসুন হার্ড ডিস্ক এর চলে যাওয়া ডাটা! ২০১৪ আগস্ট ২৮ ১২:৫০:৪২ আমাদের পিসিতে বিভিন্ন কারনে স্পেস হারিয়ে যায়। যেমন ধরেন আমার পিসির কথা বলি। অনেক দিন আগে আমার কিছু ডিভিডি ও সিডির ছবি কপি করেছিলাম। কপি করার এক পর্যায় আটিকে থাকে তারপর cancel করার পর ও দেখতাম একজাগায় স্থির অবস্থায় আটকিয়ে থাকতো। ড্রাইভে তো ডাটা কপি তো হল না উল্টো ৪০-৫০ জিবি ডাটা খেয়ে বসে ছিল। অনেক কিছু ব্যবহার করে ও লাভ হলো না। এবার কাজের কথা আসি। আপনার ডাটা ফিরিয়ে আনাতে তেমন কষ্ট করতে হবে না। প্রায় সবাই এই সফটওয়্যারটি ব্যবহার করেন। তাই অবাক হবার কিছু নেই। সফটওয়্যারটি নাম ccleaner। যেটা করতে হবে। আগে দেখবেন আপনার সবগুলো drive একতটুকু use এবং free আছে। যাদের নেই সফটওয়্যারটি ডাউনলোড করুন তারপর ccleaner সফটওয়্যারটি ওপেন করুন। tools এ যান drive wiper এ যান। সবগুলো drive show করবে। এবার একটা একটা drive র্মাক করে wipe করুন । তারপর পিসি Restart দিন এবং দেখুন সবগুলো drive এ কতটুকু use এবং free হয়েছে।
Posted on: Sat, 30 Aug 2014 03:33:03 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015