ফেলানি হত্যার বিচার নিয়ে - TopicsExpress



          

ফেলানি হত্যার বিচার নিয়ে ধিক্কার জানিয়েছেন সঙ্গীতশিল্পী ও পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য সুমন কবীর (একটি মানবাধিকার সংগঠন ছাড়া ওদেশের আর কোনো লেখক-শিল্পী-বুদ্ধিজীবী, রাজনৈতিক নেতা বা দল এ-যাবত এ-বিষয়ে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন কি না জানি না)। কিন্তু আমাদের লেখক-শিল্পী-বুদ্ধিজীবী, নাগরিক সমাজের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দের এ-ব্যাপারে চুপ থাকার কারণ কী? শুধু যে আওয়ামী ঘরানার লেখক-শিল্পী-বুদ্ধিজীবী বা নাগরিক সমাজীরা এ-ব্যাপারে নীরব তা নয়, বিরোধী ঘরানার যারা তারাও এ-বিষয়ে বা এ-ধরনের বিষয়গুলোতে ইদানীং ধরি-মাছ-না-ছুই-পানি অবস্থান বজায় রেখে চলছেন। কারণটা কি এই যে, এদেশে অন্তত একটা বিষয়ে আমরা ইতিমধ্যে এক রকম জাতীয় ঐকমত্যে পৌঁছে গেছি, ক্ষমতায় যেতে হলে বা ক্ষমতায় থাকতে হলে, কোনোমতেই আমেরিকা ও ভারতকে খেপানো যাবে না? আর দল যদি ক্ষমতায় থাকতে বা যেতে না পারে তবে আমাদের হালুয়া-রুটির কী হবে? ভারত যদি তার বাংলাদেশ সীমান্তে সত্যিসত্যি ড্রন মোতায়েন করে, তবে তার প্রতিবাদের জন্যও কি আমাদের জামাত-হেফাজতিদের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে? কিন্তু তারাও তো এদেশে সেই একই ঐকমত্যের শরিক। লোক দেখানো দু-একটি বক্তৃতা-বিবৃতির বাইরে তারাও তলেতলে আমেরিকা-ভারতকে খুশি রাখতে ব্যস্ত। আর আমাদের বামপন্থী বলে পরিচিত মহলের একটা বড় অংশই তো ভারতের সমালোচনাকে সাম্প্রদায়িকতার নামান্তর বলে মনে করেন। তা সে ভারতের ক্ষমতায় কংগ্রেসই থাকুক বা বিজেপি। সুতরাং আমাদের বোধহয় আর কোনো আশা নেই।
Posted on: Thu, 12 Sep 2013 03:16:52 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015