ফেসবুক থেকে টাকা আয়ের - TopicsExpress



          

ফেসবুক থেকে টাকা আয়ের পৃথিবীর সবচেয়ে সহজতম উপায়!! পূর্বে অনেকেই ফেসবুক থেকে টাকা আয়ের অনেক পদ্ধতি নিয়ে কথা বলেছেন কিন্তু তার কোনোটাই আমার কাছে পছন্দসই হয়নি!! তাই এবার নিজেই টাকা আয় করার একটা পদ্ধতি বের করে ফেললাম!! চলুন দেখে আসা যাক কিভাবে আপনি টাকা আয় করতে পারেন!! যেভাবে ফেসবুক থেকে টাকা ইনকাম করবেনঃ 1. প্রথমেই আপনার ফেসবুক অ্যাকাউন্ট এ লগইন করুন!! 2. এবার ডান দিকে উপরে Account এ ক্লিক করে ড্রপ ডাওন মেনু থেকে Account Settings এ যান!! 3. স্ক্রল করে নিচে দেখুন Deactivate লেখা আছে, ওখানে ক্লিক করলে আর একটা পেজ খুলবে, ঐ পেজ এর নিচের দিকে Confirm বাটন এ ক্লিক করলেই আপনার কাজ শেষ!! 4. এবার পিসি অফ করে একটা চাকুরী/ ব্যবসা তে লেগে যান এবং যতো খুশী ইনকাম করুন!! মজা লাগলে Like ক্লিক করতে দেরি করবেন না!!
Posted on: Sat, 10 Aug 2013 16:24:12 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015