ফেসবুক মানেই এখন মিথ্যা - TopicsExpress



          

ফেসবুক মানেই এখন মিথ্যা এবং বানোয়াট জিনিষের কারখানা। যেসব জিনিষ দেখে বুঝবেন এটা সত্য না মিথ্যা সংবাদ :- ১। কেউ কেউ পোস্ট দিচ্ছেন মেসি তার ফেসবুক একাউন্টে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি ২০১৮ বিশ্বকাপ খেলবেন , কিন্তু মেসির ফেসবুক একাউন্ট ঘুরে এমন ধরনের কোন কথা আমি পাই নাই। তাহলে যারা পোস্ট দিচ্ছেন তারা এটা কই পেলেন ? মেসি যতক্ষণ পর্যন্ত তার অফিসিয়াল ফেসবুকে এই কথা না বলে সেটা আমরা মিথ্যা বলে উড়িয়ে দিলাম। মেসির পেজ ( Leo Messi ) ২। মেসুত ওজিল গাজায় শিশুদের জন্য টাকা দিসে যা আমিও হলুদ মি...ডিয়ার কথায় বিশ্বাস করেছিলাম কিন্তু গোল ডট কমের মতে এই টাকা গাজায় নয় তিনি ব্রাজিলের কিছু এতিম শিশুদের জন্য দান করেছেন। গাজায় টাকা দেওয়ার বেপারটা সম্পূর্ণ মিথ্যা. (Goal UK) ৩। মেসি বলেছেন বাংলাদেশের মানূষ এত পাগল কেন আমার জন্য তাদের খেয়ে দেয়ে কাজ নেই? আমার কথা হচ্ছে এই কথা গুলো মেসি কোথায় বলেছে ? তার প্রমাণ কি ? সত্যি হাস্যকর যারা এগুলা শুনে আবার এসে পোস্ট করেন মেসি কি আসলেই এসব কথা বলেছে ? ৪। রোনালদো গাজায় টাকা দিসে সম্প্রতি কই দেখলাম না তো রোনালদোর ফেসবুক পেজে এমন কোন সংবাদ প্রচার করতে ? তাহলে আপনারা কোথায় এই খবর পেলেন ? নাকি যারা পেয়েছেন তারা রোনালদোর টয়লেট ক্লিনার ? ৫। মেসি ইসরাইলের সাথে একাত্মতা করেছে নাকি ? কই দেখলাম না তো বিবিসি রয়টার্স গার্ডিয়ানে এমন কোন নিউজ দিয়েছে তাহলে আপনারা কোথায় পেলেন ? যারা এসব প্রচার করে বেড়াচ্ছে এরা কি ? ফেসবুক এখন মিথ্যার কারখানা আপনি নিজেও জানবেন না কোনটা সত্য আর কোনটা মিথ্যা। মাত্র ৫-১০হাজার টাকা হলেই একটা নিউজ পোর্টাল খোলা যায় যাদের আসল কাজ হচ্ছে খবরের আড়ালে মিথ্যা সংবাদ, গুজব ছড়ানো । ফেসবুকে মিত্যা এড়াতে এখন বড় বড় সেলিব্রেটি এবং স্বীকৃত অনেক প্রতিষ্ঠান কে ফেসবুক ভেরিফিকেশন সাইন দেওয়া হয় সুতরাং কোন কিছুতে মনে সন্দেহ হলে ওসব পেজে গিয়ে দেখবেন সত্য না মিথ্যা। মেসি যা কিছুই করেন বা বলেন তা তিনি তার অফিসিয়াল ফেসবুকে একাউন্টে বলেন সো মেসির নামে কেউ মিথ্যা কিছু বললে বিশ্বাস করবেন না। যারা মিত্যা সংবাদ প্রচার করছে তাদের আল্লাহ্‌ সুস্থতা দান করুক #আমিন। © X-Factor ;)
Posted on: Fri, 18 Jul 2014 09:54:37 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015