♥ফেসবুকে সিঙ্গেল বা একক - TopicsExpress



          

♥ফেসবুকে সিঙ্গেল বা একক নাম দিন মোবাইল দিয়েই সহজ নিয়মে।♥ অনেকেই চান নিজের ফেসবুক টায় একক নাম ব্যবহার করতে কিন্তু পিসি না থাকায় পারছেন না। আপনার জন্য-ই আমার এই পোষ্ট : ♥প্রথমেই আপনার ফোনে জাবার জন্য UC browser থাকতে হবে। ♥ওপেন করুন তারপর Network এ যান। ♥Proxy & port এ যেকোন ইন্দোনেশিয়ান প্রক্সি বসান example: 202.152.6.10:8080 ♥প্রক্সি বসানোর পর নিচের বক্সে বসান m.facebook.co m save করুন এইবার ঐ uc দিয়ে ফেসবুক এ যান । ♥আগে লগিন করা থাকলে অটো লগিন হবে নয়তো নতুন করে লগিন করুn ♥এবার ফেসবুকে ঢুকে Language - Bahasa (Indonesia) select করুন । ♥তারপর ফেসবুকের একেবারে নিচ থেকে Settings এ ক্লিক করুন। ♥তারপর আবার Settings=>general (প্রথম এর টা) এ গিয়ে নাম ইডিট করুন। ♥First name এ নাম লিখুন এবং Middle & last name এর বক্স খালি রাখুন। ♥এইবার পাসোয়ার্ড দিয়ে সেভ করুন এবং পেয়ে যান আপনার কাংখিত সিংগেল নেম একাউন্ট। নাম একাধিক বড় হাতের অক্ষর থাকলেও প্রভলেম নাই।
Posted on: Sun, 21 Dec 2014 12:44:06 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015