বাঁ-হাতি ইলেকট্রনের - TopicsExpress



          

বাঁ-হাতি ইলেকট্রনের খোঁজে-৪ (শেষ পর্ব) এলএইচসি’র সাইক্লোট্রনে প্রবল গতি নিয়ে প্রোটন কণার স্রোত ছুটাছুটি করে পরস্পরকে ধাক্কা মারে। তা থেকে তৈরি হয় বহুরকমের কণা। কিছু ভারী কণাও তৈরি হয়। তবে তা অস্থায়ী। দ্রুতই সেই কণা কয়েকটা হালকা কণার জন্ম দিয়ে নিজে বিলুপ্ত হয়ে যায়। হিগস কণার ক্ষেত্রেও একই ঘটনা ঘটার কথা। সাইক্লোট্রনে জন্ম নেয়া নানা ধরনের কণাকে পর্যবেক্ষণ করে, তাদের উৎস যে অন্য কণা নয়, হিগ্স কণা- এটা প্রতিষ্ঠা করাই ছিল পদার্থবিদদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সাম্প্রতিক ঘোষণা অনুযায়ী, তা প্রতিষ্ঠিত হয়েছে। zero2inf/article/722/lefthanded-electron-4#.UeXD1qwjAa8 কৃতজ্ঞতাঃ জিরো টু ইনফিনিটি
Posted on: Thu, 18 Jul 2013 07:00:01 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015