বাঁহাতি এবং বাম পায়ের - TopicsExpress



          

বাঁহাতি এবং বাম পায়ের খেলোয়াড়রা অন্য সবার তুলনায় মেধাবী হয়... আসুন দেখে নিই ব্যাপারটা কি খালি ফুটবল খেলায় নাকি সব খেলায় ... ক্রিকেট - সর্বকালের সেরা ব্যাটসম্যান - শচীন টেন্ডুলকার - ডানহাতি বর্তমান শীর্ষ ব্যাটসম্যান - বিরাট কোহলি - ডানহাতি বর্তমান শীর্ষ বোলার - সাইদ আজমল - ডানহাতি বর্তমান শীর্ষ অল-রাউন্ডার - মোহাম্মাদ হাফিজ - ডানহাতি (espncricinfo) টেনিস- টেনিসের মহাতারকা - রজার ফেদেরার - ডানহাতি এন্ডি মারে - ডানহাতি নোভাক জকোভিচ - ডানহাতি শুধু রাফায়েল নাদাল - বামহাতি গলফ- বিশ্বখ্যাত গলফার টাইগার ঊডস - ডানহাতি এমনকি বাংলাদেশের গর্ব গলফার সিদিকুর রহমানও ডানহাতি তাহলে মেসী-রোনালদোর বিতর্কের সময় কেনো মেসী বাম পায়ে খেলে বলে তাকে এগিয়ে রাখবে বিজ্ঞানীরা ? মেসী বাম পায়ে খেলে বলে বামহাতি/বামপায়িরা মেধাবী... মেসী ডান পায়ে খেললে বলতো ডানপায়িরা মেধাবী... মেসী যেবার গোল বেশি করে সেবার গোলসংখ্যা বিবেচনা করে ব্যালন ডি অর দেওয়া হয় মেসী যেবার ট্রফি বেশি পায় কিন্তু গোল কম করে সেবার ট্রফির সংখ্যা বিবেচনা করে ব্যালন ডি অর দেওয়া হয় এবার কি তাহলে কে কোন পায়ে খেলে, কার জিন কিরকম আর কে ভাল ছেলে, কার চুলের স্টাইল কিরকম সেটার উপর ভিত্তি করে ব্যালন ডি অর দেওয়া হবে ? credit-Fahim Arnob #tiash
Posted on: Mon, 11 Nov 2013 14:53:12 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015