বিএসএমএমইউ রেসিডেন্সিঃ - TopicsExpress



          

বিএসএমএমইউ রেসিডেন্সিঃ সোনার হরিনের বাচ্চার নাম দেশের একমাত্র পোস্টগ্রাজুয়েশনের তীর্থস্থান বিএসএমএমইউ । তার মধ্যে সবচেয়ে প্রতিযোগীতা পুর্ণ ভর্তি পরীক্ষার নাম হলো এমডি/এমএস/এমফিল রেসিডেন্সি এগজাম। এই বছর ২০১৩ সালে এই পরীক্ষার ৫ম সেশনের পরীক্ষা হবে। পরীক্ষা হয় সাধারনত নভেম্বর মাসে। সেশন শুরু হয় পহেলা মার্চ থেকে । ২৪টা সাবজেক্টে এমডি, ১৪ টা সাবজেক্টে এমএস ও ৫টা সাবজেক্টে এমফিল ভর্তি পরীক্ষা হয়। কোর্সের মেয়াদ ৩ থেকে ৫ বছর । প্রতি বিভাগে সাধারনত সরকারী ৩ জন, বেসরকারী ৩ জন ও বিএসএমএমইউ স্টাফ ১ জন মোট ৭ জন ভর্তি হোয়ার সুযোগ পায়। সোনার হরিন বলার কারন -এখানে আপনি শুধু পোস্টগ্রাজুয়েট স্টুডেন্ট নয় শুধু, সাথে রেসিডেন্ট মেডিকেল অফিসারও বটে । খানিকটা হলেও সম্মানি পাবেন মাসে মাসে। আর যে আপনার ট্রেইনার , সেই আপনার এগজামিনার। তাই ভাল ইমেজ নিয়ে একবারে পোস্টগ্রাজুয়েট কমপ্লিট করার মোক্ষম উপায় এটা। এখানে পরীক্ষা দেয়ার নিয়ম হলো - পূর্ণ এমবিবিএস শেষ করে ১ বছর গ্যাপ থাকতে হয় । আসলে গ্যাপ বলতে সেশন গ্যাপ ।যেহেতু সেশন মার্চে শুরু হয়, তাই সেশন শুরুর দিন যদি আপনার ইন্টার্ন কমপ্লিট হওয়ার ১ বছর পুর্তি হয় , তাহলেই আপনি এখানে পরীক্ষা দেয়ার জন্য উপযোগী। ধরুন - আপনার ইন্টার্ন শেষ হয়েছে ফেব্রুয়ারিতে, তাহলে আপনি সেই বছরি রেসিডেন্সি পরীক্ষা দিতে পারবেন । কারন পরীক্ষার সময় মানে নভেম্বরে আপনার ১ বছর না হলেও এই পরীক্ষার সেশন শুরু নেক্সট মার্চে । তত দিনে আপনার ১ বছর পুরা হয়ে যাবে । এখানে ভর্তি পরীক্ষায় সব সাবজেক্ট থেকে প্রশ্ন থাকে ।আর প্রতি প্রশ্নের দৈর্ঘ্য বড় বড়। পরীক্ষার সময় ৩ ঘন্টা , প্রশ্ন সংখ্যা ২০০ । তাই পাক্কা প্রিপারেশন ছাড়া চান্স পাওয়া আকাশ কুসুম মাত্র । কারন হাজার ছাত্রছাত্রী থেকে মাত্র ৩ জন চান্স পাবেন প্রতি ভাগে । হোক সে সরকারী বা বেসরকারী। পরীক্ষার কেন্দ্র বুয়েট । বিএসএমএমইউ তে সম্মানের সাথে ডিগ্রী প্লাস সম্মানী - কে না চায় এই সুযোগ । পেয়ে গেলেন তো সোনার হরিন আপনার। দেশের সব স্বনাম ধন্য প্রফেসরদের সাথ একাজ করার সুযোগ । আর অগনিত রোগী দেখার সুযোগ থাকবে আপনার হাতে। সবার জন্য শুভ কামনা। @feeling গর্বিত @BSMMU library
Posted on: Sun, 21 Jul 2013 06:14:19 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015