বাজার পূর্বাভাষঃ - TopicsExpress



          

বাজার পূর্বাভাষঃ ৩০/০৭/২০১৩ ইং ---------------------------------- শারীরিক ভাবে এখনো পর্যন্ত অসুস্থ; জ্বর একবার ১০২ ডিগ্রী উঠে আবার নেমে যায়, জ্বর জ্বর ভাব নিয়ে মোটেও সমস্যা হচ্ছে না বরং এসি এর তাপমাত্রা ১৭/১৮ দিয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকতে এক প্রকার আরামই লাগে তবে সমস্যা হল প্রচন্ড মাথা বেথা/ মাথা ভার হয়ে থাকা, মোবাইলে কথাবার্তা আপাতত বন্ধ রাখতে হচ্ছে; যাই হোক, আজকের বাজার নিয়ে লেনদেন শেষেই বিস্তারিত বর্ননা করা হয়েছেঃ https://facebook/bdstocksdiscussion/posts/582777758439448 আজকের ধারাবাহিকতায় আগামীকালও বাজারে উর্ধগতি বজায় থাকতে পারে তবে Gainer ও Looser এর ব্যাপক পরিবর্তন আসতে পারে অর্থাৎ আজকে যে সকল শেয়ার/ফান্ড দর বৃদ্ধির শীর্ষে উঠেছে আগামীকাল দিনের শেষে তা Looser পরিনত হতে পারে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও আজকাল টেস্ট ও ওয়ানডে খেলা বাদ দিয়ে টি-৩ খেলা শুরু করেছে; পূর্বের পোষ্ট অনুযায়ীঃ https://facebook/bdstocksdiscussion/posts/582319518485272 ইতি মধ্যেই BATBC & GLAXOSMITH থেকে ভালো একটা গ্যাপ তৈরি হয়েছে, আগামীকাল পর্যন্ত রেখে বুধবার লাভ তুলে নেওয়া দরকার; বেশ কয়েকটি শেয়ারের অর্ধবারশিক ও তৃতীয় প্রান্তিকের শেয়ার প্রতি আয় প্রকাশিত হয়েছে, অধিকাংশ ব্যাংক সমূহ ১ম প্রান্তিকের চেয়ে ভালো করেছে, কিছু কিছু নন-মারজিন থেকে বর্তমানে মার্জিনে চলে এসেছে; এখনো অফিসিয়ালি CITYBANK, SIBL, UCBL ইত্যাদির EPS দেয়া বাকি, শেষ খবর পাওয়া পর্যন্ত এইগুলা বেশ ভালই করেছে, আজ ব্যাংকিং খাত কিছুটা স্লো থাকলেও আগামীকাল পুনরায় মাথা তুলে দাড়াতে পারে; আগামীকাল থেকে মিউচুয়াল ফান্ডের নুতন খেলা শুরু হতে যাচ্ছে, আইসিবির মিউচুয়াল ফান্ড গুলি রেকর্ড পরিমাণে বোনাস দেয়াতে শুভ সূচনা শুরু হল, 2NDICB কিংবা 4THICB আগামীকাল আজকের ক্লোজিং এর ধারে কাছে পাওয়া অত্যন্ত ভাগ্যের ব্যাপার; আগামীকাল দিনশেষে ICB AMCL সর্বমোট ১০টি ফান্ডের বোনাস ঘোষণা করা হবে, এর পরে একে একে জুন ক্লোজিং বাকি ফান্ডগুলির ঘোষণা আসবে একের পর এক; SEBL1STMF নিয়ে একটু বেশি প্রশ্ন এসেছে, সর্বোচ্চ ১৩.৩ টাকা উঠলেও টল মল বাজারে উত্থান-পতন দেখে অনেকেই লাভ তুলে নিয়ে পুনরায় এখন বিনিয়োগে যাচ্ছে, জুন ক্লোজিং অন্যান্য ফান্ডের তুলনায় অতীত ও বর্তমান অবস্থা মিলিয়ে SEBL1STMF অবস্থা ভালো; গত বছর ৮ই আগস্ট ঘোষণা এসেছিল অর্থাৎ এইবার যে কন দিন আসতে পারে, স্টক এবং নগদ উভয় প্রকার লভ্যাংশ থাকবে ২০১২-১৩ অর্থ বছরের জন্য; কিছু কিছু অবহেলিত ও কালে ভদ্রে শুনা যায় এমন জুন ক্লোজিং শেয়ার সামনে ভালো করবে, এখনো পর্যন্ত এইগুলা কোল্ড আছে ২০-২৫% বৃদ্ধির পর হট আইটেমে পরিণত হবে; অধিকাংশ মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউজের বিনিয়োগকারীরা শেয়ার বিক্রয়ের পর নগদ টাকা হাতে পান কম পক্ষে ৪ দিন পর, সেক্ষেত্রে আগামীকাল দিনের শেষভাগে একটা বিক্রয়ের চাপ দেখা যেতে পারে; ধন্যবাদ; দোয়া করবেন যাতে সুস্থ হয়ে যেতে পারি; শুভ রাত্রি
Posted on: Mon, 29 Jul 2013 18:16:43 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015