::: বাজারের হালচাল ::: এক - TopicsExpress



          

::: বাজারের হালচাল ::: এক কথায় আমাদের শেয়ার বাজার এখন উড়ছে । গত সাত দিনে সূচক বেড়েছে ২৬৭ পয়েন্ট এবং গড় লেনদেন হয়েছে ১০৪০ কোটি টাকা !!! যতদূর মনে পড়ে ধ্বস পরবর্তী বাজারের এমন আচরন এবারই প্রথম । গত ১৮ তারিখ সূচক ৪৮৭০ অতিক্রম করার পর বাজার নিয়ে একটু সাবধানী হয়ে যাই । প্রতিবছর ঈদ উল আযহার আগে বাজারে বিক্রির চাপ একটু বেশিই থাকে । সে হিসেবে মনে করেছিলাম বাজার এবার হালকা কারেকশনে যাবে । কিন্তু কিসের কারেকশন ??? উল্টো বাজারের তেজীভাব তীব্র থেকে আরো তীব্রতর হতে লাগল । তাই বলে কি ঈদ উল আযহার আগে বাজারে বিক্রির চাপ নেই ??? অবশ্যই আছে কিন্তু অতিরিক্ত ক্রয় চাপে সেটা অনুভূত হচ্ছে না । ঈদের পর এই অতিরিক্ত ক্রয় চাপের ইতিবাচক ফলাফল আশা করছি । বাজার নিয়ে সাবধানী ছিলাম সত্য কিন্তু আশাবাদী ও ছিলাম । তাই আমাদের পোর্টফোলিওতে পুরো সাপ্তাহ জুড়ে শেয়ার ও নগদ ৫০%-৫০% রাখার চেষ্টা করেছি । সাবধানী হতে গিয়েই GOLDENSON , GP, BSRMSTEEL ও ACTIVEFINE এর মত ভাল শেয়ার হাতছাড়া করেছি :( DELTALIFE এর একটা ব্লক ট্রেড চোখে পড়েছিল দেখে বিক্রি করিনি । সাপ্তাহের শুরুতে বাজার নিয়ে যেখানে ৩০%-৪০% কনফিডেন্ট ছিলাম সেখানে সাপ্তাহের শেষে ৬০%-৭০% কনফিডেন্ট । তাই সাপ্তাহের শেষ দিন পুনরায় GOLDENSON ক্রয় করি । এছাড়া খুব একটা এগ্রেসিভ ট্রেড করিনি । বাজারে জরুরী ভিত্তিতে ছোটখাট একটা কারেকশন দরকার । করেকশন হলেই বাজার পরবর্তী আপট্রেন্ডের জন্য শক্তি সঞ্চয় করতে পারবে । অন্যথায় এভাবে বাজার বাড়তে থাকলে একপর্যায়ে বাজার দুর্বল হয়ে যাবে । তখন বাজারে কারেকশনের পরিবর্তে ধ্বস নেমে আসবে । তাছাড়া কারেকশন হলে বাজারের সবচেয়ে স্ট্রং শেয়ারগুলো চিনতে সুবিধা হয় । বাজারে এখন খাতভিত্তিক মুভমেন্টের চেয়ে একক শেয়ার ভিত্তিক মুভমেন্টের তেজীভাব বেশী পরিলক্ষিত হচ্ছে । ব্যাংক ও ফাইন্যান্স সাধারণত একবার ঘুমালে ১/২ মাসে ঘুম ভাঙে না কিন্তু গত সাপ্তাহে ফাইন্যান্স খাত এই ধারা থেকে বেরিয়ে এসেছে । এখন ঈদের আগে যদি ব্যাংক সেক্টর আবার ১/২ দিন মুভ করে তবে নিঃসন্দেহে সেটা বাজারের জন্য ভাল লক্ষন । যাই হোক, আমি এখনো একক শেয়ার ভিত্তিক মুভমেন্টের দিকে আলোকপাত করেই ট্রেড করার পক্ষপাতি । বাজারে এখন এত বেশী Prospective Script আছে যে আপনি ইচ্ছা করলেই সব শেয়ার আপনার পোর্টফোলিওতে রাখতে পারবেন না । তাই অযথা লাফালাফি করার কোন মানেই হয়না । নিজের পোর্টফোলিওতে ২/৪ টা ভাল শেয়ার রেখে সেগুলোর মুভমেন্ট Observe করেন । অমুক ভাই কোনটা কিনল, কোনটা বিক্রি করল, কে কত লাভ/লস করল, কোনটা বাড়ল/কমল – এগুলোর পেছনে সময় ব্যয় করার কোন যুক্তি নেই । বাজার প্রত্যাশা মত আচরণ করলে আমাদের পোর্টফোলিওকে একটা ভাল Shape দেয়ার প্লান করছি । সবাই দোয়া করবেন । সবাই ভাল থাকবেন । Have Fun Bureau For Security Analysis & Portfolio Management
Posted on: Sat, 27 Sep 2014 16:26:34 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015