বিবিসি বাংলার - TopicsExpress



          

বিবিসি বাংলার সন্ধ্যেবেলার আয়োজন প্রবাহ-তে আজ যা থাকছে: * নায়েবে আমীরের আমৃত্যু কারাদন্ডের পর জামায়াতের ডাকা হরতালে উত্তাপ নেই। তাহলে, জামায়াতের কৌশলে কী কোন পরিবর্তন আসছে? থাকবে সর্বশেষ খবর এবং বিশ্লেষণ। * সৌদি আরবে আগুনে পুড়ে প্রাণ হারিয়েছেন আরো দুজন শ্রমিক। বিদেশে কাজ করতে যান যেসব বাংলাদেশী, কর্মক্ষেত্রে তাদের নিরাপত্তা আসলে কতটুকু? শুনবেন সে সম্পর্কে। থাকবে অন্যান্য প্রসঙ্গ এবং খেলার খবর। আশা করি শুনবেন। ধন্যবাদ।
Posted on: Thu, 18 Sep 2014 10:07:35 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015