বাংলাওয়াশ শব্দটি - TopicsExpress



          

বাংলাওয়াশ শব্দটি সর্বপ্রথম ব্যবহার করা হয় ২০০৯ এ যখন ওয়েস্টইন্ডিজকে তাদের মাটিতে টেস্ট এবং ওডিআই উভয় সিরিজেই হোয়াইটওয়াশ করা হয়.... আতাহার আলী খান এই বাংলাওয়াশ শব্দটার আবিষ্কারক এটা আমরা সবাই জানি.... তখন সব ম্যাচই শেষ হইছিলো রাত তিনটার দিকে, একারনেই এই বাংলাওয়াশ শব্দটির সাথে সবাই তেমন পরিচিত হতে পারেনি..... ২০১০ এ রুবেলের সেই কাইল মিলসের স্টাম্প উপড়ে ফেলার পরপরই আবার উচ্চারিত হয় বাংলাওয়াশ শব্দটি :v এবং পুরো দেশবাসী প্রত্যক্ষ সাক্ষী হয় বাংলাওয়াশের সাথে..... কিন্তু এবার বাংলাওয়াশ শব্দটি উচ্চারিত হয় ড্যানি মরিসনের কন্ঠে...... bold him, rubel hossain take e bow, its done it for the bangladesh tigers, its a banglawash, listen at the crowd এইটুকু ড্যানি মরিসন বলার পর আতাহার আলী বলা শুরু করেন my god, what a delivery, absolutely brilliant start,right of the pitch,rubel hossain done the magic..... এখানে আতাহার আলীর আগে ড্যানি মরিসন বাংলাওয়াশ উচ্চারন করলেও এর আবিষ্কারক মূলত আতাহার আলী খান(২০০৯) এর জন্য সবাই প্রচার শুরু করছেন ২০১০ এ নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করার পর বাংলাওয়াশ শব্দটির প্রচলন শুরু হইছে, আসলে একটা ভুল তথ্য ছড়ানো হচ্ছে এবং এ কারনেই আমার এ লেখাটি লেখা.... আমার ফ্রেন্ডলিস্টেও বেশ কয়েকজন বড় বড় পেজের এডমিন আছেন, তাদেরকে আমি অনুরোধ করবো প্লিজ, ভুল তথ্য দিবেননা.... সবাইকে সঠিক তথ্য দিবেন আশা করি..... লেখাটি শেয়ার করুন, প্রয়োজনে কপিপেস্ট করে পেজে দিতে পারেন।
Posted on: Tue, 05 Nov 2013 07:22:00 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015