বিল ক্লিনটনের দৃষ্টিতে - TopicsExpress



          

বিল ক্লিনটনের দৃষ্টিতে যে ২১টি বই সবার পড়া উচিত সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন বহু ধরনের বই পড়েন বলে দাবি করেন। তাঁর পছন্দের তালিকায় রয়েছে ইতিহাস থেকে শুরু করে কবিতা পর্যন্ত। পছন্দের এ তালিকা তিনি প্রকাশ করেছেন ১৯৯৩ সালেই। তিনি যে ২১টি বই পড়া উচিত বলে মনে করেন সেগুলো হলো- ১. মায়া অ্যাঙ্গেলোর লেখা বই ‘আই নো হোয়াই দি কেজড বার্ড সিংস’ (I Know Why the Caged Bird Sings, Maya Angelou) ২. মার্কাস অরেলিয়াসের লেখা ‘মেডিটেশনস’ (Meditations, Marcus Aurelius) ৩. আর্নেস্ট বেকারের লেখা ১৯৭৪ সালে পুলিৎজার পুরস্কারপ্রাপ্ত বই ‘দ্য ডিনাইয়াল অব ডেথ’ (The Denial of Death, Ernest Becker) ৪. মার্কিন সিভিল রাইটস আন্দোলনের ওপর টেইলর ব্র্যাঞ্চের লেখা বই ‘পার্টিং দ্য ওয়াটার্স: আমেরিকা ইন দ্য কিং ইয়ার্স ১৯৫৪-১৯৬৩’ (Parting the Waters: America in the King Years 1954-1963, Taylor Branch) ৫. হিলারি রডহ্যাম ক্লিনটনের লেখা বই ‘লিভিং হিস্টোরি’ (Living History, Hillary Rodham Clinton) ৬. সাবেক মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের ওপর পুলিৎজার পুরস্কারপ্রাপ্ত ডেভিড হারবার্ট ডোনাল্ড-এর লেখা বই ‘লিংকন’ (Lincoln, David Herbert Donald) ৭. টি.এস. ইলিয়টের ‘দ্য ফোর কোয়ার্টেটস’ (The Four Quartets, T.S. Eliot) ৮. র‌্যালফ ইলিসনের লেখা ‘ইনভিজিবল ম্যান’ (Invisible Man, Ralph Ellison) ৯. ডেভিড ফ্রমকিনের লেখা ‘দ্য ওয়ে অব দি ওয়ার্ল্ড: ফ্রম দ্য ডন অব সিভিলাইজেশন টু দ্য ইভ অব দ্য টোয়েন্টি-ফাস্ট সেঞ্চুরি’ (The Way of the World: From the Dawn of Civilizations to the Eve of the Twenty-First Century, David Fromkin) ১০. গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের লেখা ‘ওয়ান হানড্রেড ইয়ার্স অব সলিটিউড’ (One Hundred Years of Solitude, Gabriel Garcia Marquez) ১১. সিমাস হিয়েনির লেখা ‘দ্য কিউর অ্যাট ট্রয়: এ ভার্সন অব সফোকলস ফিলোকটেটেস’ (The Cure at Troy: A Version of Sophocles’ Philoctetes, Seamus Heaney) ১২. অ্যাডাম হোসচাইল্ডের লেখা ‘কিং লেওপল্ডস ঘোস্ট: এ স্টোরি অব গ্রিড, টেরর অ্যান্ড হিরোইজম ইন কলোনিয়াল আফ্রিকা’ (King Leopold’s Ghost: A Story of Greed, Terror and Heroism in Colonial Africa, Adam Hochschild) ১৩. থমাস এ কেম্পিসের লেখা ‘দ্য লিমিটেশন অপ ক্রাইস্ট’ (The Imitation of Christ, Thomas à Kempis) ১৪. জর্জ ওরওয়েলের লেখা ‘হোমেজ টু ক্যাটালোনিয়া’ (Homage to Catalonia, George Orwell) ১৫. ক্যারল কুইগলির লেখা ‘দি ইভালুয়েশন অব সিভিলাইজেশনস: অ্যান ইন্ট্রোডাকশন টু হিস্টোরিক্যাল অ্যানালাইসিস’ (The Evolution of Civilizations: An Introduction to Historical Analysis, Carroll Quigley) ১৬. রেইনহোল্ড নাইবুরের লেখা ‘মোরাল ম্যান অ্যান্ড ইমোরাল সোসাইটি: এ স্টাডি ইন এথিক্স অ্যান্ড পলিটিক্স’ (Moral Man and Immoral Society: A Study in Ethics and Politics, Reinhold Niebuhr) ১৭. উইলিয়াম স্টাইরনের লেখা ‘দ্য কনফেসন অফ ন্যাট টার্নার’ (The Confessions of Nat Turner, William Styron) ১৮. ম্যাক্স ওয়েবারের লেখা ‘পলিটিক্স অ্যাস এ ভোকেশন’ (Politics as a Vocation, Max Weber) ১৯. থমাস উলফের লেখা ‘ইউ ক্যানট গো হোম এগেইন’ (You Can’t Go Home Again, Thomas Wolfe) ২০. রবার্ট রাইটের লেখা ‘ননজেরো: দ্য লজিক অব হিউম্যান ডেসটিনি’ (Nonzero: The Logic of Human Destiny, Robert Wright) ২১. উইলিয়াম বাটলার ইয়েটসের লেখা ‘দ্য কালেকটেড পোয়েমস অব ডাব্লিউ.বি. ইয়েটস’ (The Collected Poems of W.B. Yeats, William Butler Yeats
Posted on: Tue, 12 Aug 2014 13:36:27 +0000

Recently Viewed Topics




© 2015