বাংলাদেশে - TopicsExpress



          

বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য কোনো পরীক্ষারই দরকার নেই। আমি না হয় স্কুল, কলেজের কথা বাদই দিলাম, বাংলাদেশের কোনো বাবা-মা ও কি তাদের সন্তানদের পড়াশুনার ব্যাপারে আন্তরিক নন? এটা কি বিশ্বাসযোগ্য? ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে পড়ার জন্য সারা বাংলাদেশে তিনজন মেধাবী ছেলে-মেয়ে নেই?’ সিডনিতে জালালাবাদ অ্যাসোসিয়েশন ইনক এবং বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার পক্ষ থেকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে দেয়া নাগরিক সংবর্ধনায় তিনি এসব কথা বলেন। সিডনির রকডেলে ১ অক্টোবর সন্ধ্যায় এ সংবর্ধনার আয়োজন করা হয়। এসময় মন্ত্রী আরও বলেন, আপনারাই বলেন, তাদের ভর্তি পরীক্ষায় নাকি মাত্র দুইজন পাশ করেছে। এটা কিভাবে সম্ভব? আমি মনে করি, বাংলাদেশে মেধাবী ছেলে- মেয়ের কোনো অভাব নেই। তাদের ভর্তি পরীক্ষাই ত্রুটিপূর্ণ। এসএসসি, এইচএসসিতে যেখানে ছাত্ররা ৪০ ঘণ্টা করে মোট ৮০ ঘণ্টা পরীক্ষা দিয়ে পাশ করেছে, সেখানে তারা মাত্র এক ঘণ্টার একটি এমসিকিউ পরীক্ষার মাধ্যমেই মেধা যাচাই করে ফেললেন? কোনো ভাবেই এটাকে যথার্থ মেধা যাচাই প্রক্রিয়া বলা যায় না বলেও মন্তব্য করেন তিনি B| -নাহিদ কাকা B|
Posted on: Sat, 04 Oct 2014 15:03:27 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015