বাংলাদেশে কট্টর দুটি - TopicsExpress



          

বাংলাদেশে কট্টর দুটি সিন্ডিকেট আছে। একটা জামাতপন্থী আরেকটা ভারতপন্থী। এবং এদের লিংক এবং নেটওয়ার্ক এত শক্ত যে দেশের যেকোন সেক্টরে এদের প্রভাব আছে। এবং এমন লোকজন আছেন যাদের বিরুদ্ধে বললে দেশে সারভাইভ করা কঠিন হয়ে যাবে। এবং দূর্ভাগ্যবশত এই দুটি সিন্ডিকেট নিয়ে লিখালিখির কারনে আমি আগে খুব চোটপাটের উপর থাকতাম। উভয় পক্ষের হুমকি আর গালিগালাজে আমার ইনবক্স সবসময় ভরপুর থাকতো। ধরেন , যখন যুদ্ধাপরাধীদের বিপক্ষে লিখতাম , সাথে সাথে দশ বিশটা মেইল চলে আসতো আর সাথে আসতো ত্রিশ চল্লিশটা ব্লক আর ত্রিশ চল্লিশটা ফ্রেন্ড রিকুয়েস্ট। আবার যখন বাংলাদেশের অর্থনীতি এবং সার্বভৌমত্বের প্রস্নে কিভাবে ভারত সবচেয়ে বড় শত্রু এসব নিয়ে লিখতাম , তখন ধুরুম করে ত্রিশ চল্লিশটা ব্লক আর ত্রিশ চল্লিশটা ফ্রেন্ড রিকুয়েস্ট... এজন্য আমার ফ্রেন্ড কখনোই খুব বাড়ে না , আবার কমেও না। আজকাল এসব নিয়ে কথা বলি না। কারন বাংলাদেশ সার্ভিস রুল অনুযায়ী একজন ব্যক্তি যখন রাষ্ট্রের কোন লাভজনক পদে কর্মরত থাকে তখন সে কখনোই এমন কোন কথা পাবলিকলি বলার ইখতিয়ার রাখে না , যেটাতে কোন রাজনৈতিক দল বা গোষ্ঠীর জনপ্রিয়তা বাড়ে বা কমে। তাও মাঝে মাঝে মুখ ফসকাইয়া বের হয়ে যায়। ভাই মাইন্ড খাইয়েন না , মিরিন্ডা খান। আর আপাতত চিন্তা করেন মোবাইলের চার্জ কত পারসেন্ট আছে? এমনিতে ইলেকট্রিসিটি নাই , শুধু শুধু ভুল বানানের মেইল করে চার্জ শেষ করার কি দরকার!
Posted on: Sat, 01 Nov 2014 10:40:37 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015