বাংলাদেশ তখন সবেমাত্র - TopicsExpress



          

বাংলাদেশ তখন সবেমাত্র ক্রিকেট খেলা শুরু করলো । আকরাম খান নিউজিল্যান্ডের স্টিভেন ফ্লেমিংয়ের সাথে একটা ফটো তুলতে চেয়েছিলেন । দাম্ভিক ফ্লেমিং সেদিন অখ্যাত আকরাম খানের সাথে ফটো তুলতে অস্বীকৃতি জানিয়েছিল| বাংলাদেশ তখন বুলবুলদের হাত ধরে ধীরে ধীরে উন্নতি করছিল । এক সাবেক অস্ট্রেলীয় ক্রিকেটার বললো রিকি পন্টিংয়ের দল বাংলাদেশকে এক দিনে দুবার অলআউট করে টেস্ট জিতবো । বাংলাদেশ তখন হাবিবুল বাশারের হাত ধরে এগিয়ে যাচ্ছিল । দক্ষিণ আফ্রিকার অ্যালান ডোনাল্ড বলেছিল প্রোটিয়াদের পেস আক্রমণে বাংলাদেশের ব্যাটসম্যানরা বাথরুমে পালাবে । বাংলাদেশ তখন আশরাফুলদের হাত ধরে ক্রিকেটবিশ্বে উঠতি শক্তি । বীরেন্দর শেবাগ বললো বাংলাদেশের ব্যাটিং লাইন আপ একদিনেই ধ্বসে পড়ে| সিধু বললো বাংলাদেশের টেস্ট স্ট্র্যাটাস দেওয়া ভুল সিদ্ধান্ত ছিলো । বাংলাদেশ তখন মাশরাফি রাজ্জাকদের হাত ধরে অনেক ভাল দল । পাকিস্তানের ইউনূস খান ঘোষণা দিল বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস আফগানিস্তানকে দেয়া উচিত । আমরা ভুলি নাই,সব মনে আছে,থাকবে । সাকিব, তামিম, মুশফিক, নাসির, গাজী, মুমিন, রুবেলদের বাংলাদেশ এখন সর্বজয়ী দল । তোরা রেডি থাক কুকুরের বাচ্চা শুয়োরেরা,একে একে তোগো সবাইরে বাঁশ দিবো আমগো টাইগাররা । এম৭
Posted on: Thu, 31 Oct 2013 16:48:28 +0000

Trending Topics



Report: Vick to visit Jets this weekend Posted by Mike Florio

Recently Viewed Topics




© 2015