• বাংলাদেশের - TopicsExpress



          

• বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সর্বপ্রথম যে এলাকা মুক্ত হয়- যশোর। (১৯৭১ সালের ৭ ডিসেম্বর মুক্তিযুদ্ধ চলাকালীন সময় শক্র মুক্ত হয়) • বাংলাদেশ INTERPOL-এর সদস্যপদ লাভ করে- ১৯৭৬ সালে। • মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর ছিল- ৮নং সেক্টরের অধীনে। • রংপুরকে নতুন বিভাগ ঘোষণা করা হয়- ২৫ জানুয়ারি ২০১০। • বাংলার প্রথম স্বাধীন নবাব কে – মুর্শিদকুলী খান। • পদ্মা নদীর মাঝি, মনের মানুষ চলচ্চিত্রের পরিচালক- গৌতম ঘোষ। • লিওনার্দো দা ভিঞ্চি, মাইকেল অ্যাঞ্জেলো- ইতালি; পাবলো পিকাসো, সালভাদর ডালি- স্পেন; ভিনষ্টেন ভ্যানগণ- নেদারল্যান্ডস। • Grey Wolf নামে পরিচিত- কামাল আতাতুর্ক। • যুক্তরাষ্ট্রের আদি অধিবাসীদের বলা হতো- রেড ইন্ডিয়ান। ► তথ্যগুলো ভালো লাগলে "লাইক" দিতে ভুলবেন না। কারণ আপনার একটি "লাইক" আমাদেরকে এরকম তথ্যমূলক পোস্ট দিতে উত্‍সাহিত করে!!! Beauty of Bangladesh
Posted on: Thu, 19 Sep 2013 08:22:14 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015