বাংলাদেশের ক্রিকেট অারো - TopicsExpress



          

বাংলাদেশের ক্রিকেট অারো অনেক উন্নত করা যেত। কিনতু তা অার সম্ভব হল না।অামাদের দলের এমন অবস্থা যে সাকিব,তামিম, মুশফিক,মাশরাফি দের ছাড়া বাংলাদেশ দল কল্পনাও করা যায়। কিনতু অামাদের পার্শ্ববর্তী দেশ ভারতকে দেখলে দেখা যায়। তাদের প্রতি প্লেয়ার এর পিছনে কমে ২২ জন প্লেয়ার রিপ্লেস এর জন্য অাছে,তাদের ক্ষমতা অাছে যে বিরাট,ধনী,রায়না,অাশ্বিনদের ছাড়া দল গঠন করার। অামাদের ও যদি সেইরকম পদক্ষেপ নেয় তাহলে অনেক সাকিব,তামিম,মুশফিক বাহির হয়ে অাসবে। একটা জিনিস লক্ষ্য করেছেন,অামাদের দেশের বর্তমানে যে তরুন প্লেয়ার অাছে তাদের অধিকাংশ বিপিএল এ পারফর্মের মাধ্যমে দলে চান্স পেয়েছে(তাসকিন,এনামুল,শামসুর)।তাছাড়া অামাদের দলে বর্তমান ফাস্ট বোলার দের অধিকাংশই গ্রামীণফোন ফেসার হান্টার এর মাধ্যমে দলে ঢুকে এখনও দলের ভরসা।তেমনি যদি দেশের অানাচে-কানাচে নানা রকম প্রক্রিয়ার মাধ্যমে যদি ক্রিকেটার বের করা যেত,তাহলে খুব ভাল হত।অনেকেই অাছে দারিদ্রতা অথবা পরিবারের কড়া শাসনের কারনে প্রতিভা থাকার পর ও তা প্রকাশ করতে হিমশিম খায়।দেশের ক্রিকেট উন্নয়নে অামার মতে কিছু পদক্ষেপ নেবার প্রয়োজন অাছে।যেমন:প্রতি উপজেলা তে একটি টুর্নামেন্ট চালো করা যার মাধ্যমে টুর্নামেন্টের পার্রফম করা সেরা ১১ জন নিয়ে দল করে জেলা পর্যায়ে খেলানো। জেলা পর্যায়ে বিভিন্ন দলে সেরা পার্রফমার দের নিয়ে দল গঠন করে তা জাতীয় পর্যায় পর্যন্ত নিয়ে যাওয়া। তারপর তাদের ১-২ মাসে ক্যাম্প করিয়ে বিভিন্ন বড় ক্লাব অথবা জাতীয় দলের দ্বিতীয় সারির প্লেয়ারদের সাথে ফ্রেন্ডলি ম্যাচ খেলানো, যার ফলে অামাদের দল কিছু অসাধারণ ক্রিকেটার পেতে পারে।তাছাড়া বিপিএল অাবার শুরু করা উচিত। বিসিবি এই সকল পদক্ষেপ অতি সহজেই নিতে পারে কারন বিসিবির সেই পরিমান অর্থ রয়েছে। বিসিবির তো কোনো ধরনের সমস্যা দেখতে পারছি না।একদিক দিয়ে গেলে অারেক দিক দিয়ে চলে অাসবে,সমস্যা কোথায়? Written by:-Sami khan
Posted on: Mon, 29 Dec 2014 04:14:14 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015