>>বাংলা বিভক্তিসমূহের - TopicsExpress



          

>>বাংলা বিভক্তিসমূহের ইংরেজি রুপঃ দ্বিতীয়া/চতুর্থী-কে, রে, তে, প্রতি, কাছে- to. তৃতীয়া-দ্বারা, দিয়ে, কতৃক- by (ব্যক্তি); with (বস্তু); along; through. পঞ্চমী- হতে, থেকে, চেয়ে, অপেক্ষা- from, since, than. ষষ্ঠী-র, এর –‘s ব্যক্তি; of (ব্যক্তি/বস্তু) প্রথমা/ সপ্তমী-এ,য়, তে,এতে- to, at. on, in, into, up, upon. # UseofPrepositio n ★On, Upon: 1: স্পশাবস্থায় উপরে বুঝতে বসে । যেমন: The book is on the table. 2. দিন, তারিখ বুঝতে-He goes on Sunday. 3. প্রভাব বুঝাতে- He did this on thevevidence. 4. নির্ভশীলতা বুঝাতে- The cow lives on the grass. 5. অব্যবহিত পর বুঝাতে- on eating rice, he went away. ★Over, above: আড়াআড়ি অবস্থায় উপর বুঝাতে Over এবং শূন্যাবস্থায় উপর বুঝাতে above বসে । যেমনঃ The bird flew over my head. / The sky is above our head. ★In, into, within, by: মধ্য বুঝাতে In, অবস্থার পরিবর্তন বা বাইরে থেকে ভেতরে বুঝাতে into, নিদিষ্ট সময়ের ভিতর বুঝাতে within ও ভ্যবষ্যৎ তারিখের মধ্য বুঝাতে by বসে । যেমনঃ The book is in the box. water changes into vapour. He is puting the banana into his mouth. Do the work by tomorrow. ★Between, among: দুই ব্যক্তি বা বস্তুর মধ্যে বুঝাতে between এবং তিনজন থেকে যত বেশি হোক না কেন তাদের মধ্যে বুঝাতে among বসে। যেমনঃ There is a chair between the table and the desk. He divided the mangoes among the five boys. ★Through, Along: তৃতীয়া-দ্বারা, দিয়ে, কতৃক-এর কাজ করে । কোন কিছুর মধ্য দিয়ে বুঝাতে বসে । যেমনঃ Water passes through the pipe. Hewalks along the road. ★After: পরে তবে Point of time বুঝাতে অতিতকালে বসে। যেমনঃ I wen to Dhaka after a week. ★On, In, To: সীমানার উপর বুঝাতে On বসে, সীমানার ভেতর বুঝাতে In বসে ও সীমানার বাইরে বুঝাতে To বসে। যেমনঃ Tibet is to the north of India. Khulna is in the south of Bangladesh. Dhaka stands on the Buriganga, ★ At, In: ছোট স্থান ও সময়ের আগে At , বড় স্থান ও সময়ের In আগে। যেমনঃ He lives at warri in Dhaka.
Posted on: Mon, 03 Nov 2014 09:33:51 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015