◆ বাংলা সিনেমা নিয়ে একটি - TopicsExpress



          

◆ বাংলা সিনেমা নিয়ে একটি মজার ভাবনা ◆ (না পড়লে চরম মজা মিস করবেন) স্কুলের সিলেবাসে বাংলা, ইংরেজির মত বাংলা সিনেমা নামেও যদি কোন বিষয় পাঠ্য থাকত! তাহলে পরীক্ষায় যেসব প্রশ্ন আসত— → বাংলা সিনেমায় শাকিব খানের কৃতিত্ব বর্ণণা কর। → ‘অনন্ত জলিল বাংলা সিনেমার অভিশাপ নয়, আশীর্বাদ’ — বুঝিয়ে লিখ। → ‘আনোয়ার হোসেনের হার্ট এটাক বাংলা সিনেমার অপরিহার্য উপাদান।’ যুক্তি সহকারে ব্যাখ্যা কর। → ‘নগ্নতাই অশ্লীলতা নয়।’ এই উক্তির আলোকে ময়ুরীর চরিত্র আলোচনা কর। → ন্যাকামি কাকে বলে? শাবনুরের ন্যাকামি উদাহরণসহ আলোচনা কর। → ১০টি তামিল সিনেমার কাহিনী জোড়া দিয়ে একটি সফল বাংলা সিনেমা তৈরির কৌশল বর্ণণা কর। → ‘রিকশাওয়ালার প্রেম’ সিনেমার নামকরণের সার্থকতা বিচার কর। → সিনেমার শেষ দৃশ্যে পুলিশ আসার কারণসমূহ আলোচনা কর। → সিনেমার শেষ দৃশ্যে নায়ককে বাঁচাতে গিয়ে সাইড নায়িকা মারা যায় কেন? উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। → ‘বাংলা সিনেমা অস্কার পেলে আনোয়ার হোসেন সত্যিকারের হার্ট এটাক করবে।’ এই উক্তিটির সত্যতা যাচাই কর। প্রশ্ন কমন পড়ছে? ফুল এ্যানসার করতে পারবেন ?? পোস্ট কেমন লাগল? জানাতে ভুলবেননা।
Posted on: Fri, 26 Jul 2013 00:13:18 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015