বাংলা সিনেমায় ধর্ষণের - TopicsExpress



          

বাংলা সিনেমায় ধর্ষণের দৃশ্য দেখেছেন কখনও...??? ভিলেন নায়িকাকে জোর করে ধর্ষণ করার চেষ্টা করে... অর্ধনগ্ন দেহ নিয়ে নায়িকা দৌড়াতে দৌড়াতে নায়কের সাথে খায় ধাক্কা...। অতঃপর মিনিট পাঁচেক ঢিসুম ঢুসুম। নায়ক সাহেব ভিলেনের হাত থেকে নায়িকাকে বাঁচিয়ে শুরু করে দেয় বাংলা প্রেম। অতঃপর শুরু হয় নায়ক কর্তৃক নায়িকার হালাল তরিকায় ধর্ষণ...... আই মিন, ভিলেন আর নায়কের মধ্যে তফাৎ হচ্ছে, একজন জোর করে ধর্ষণ করে। আরেকজন ভালোবেসে ধর্ষণ করে। এই আর কি। অসহায় নায়িকা চিরকালই ধর্ষিত। আর দর্শক শুধু দর্শন করেই বিনোদিত। আজ দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে তফাৎ একটাই। একদল দেশকে জোর করে ধর্ষণ করে, আরেকদল দেশকে ভালোবেসে ধর্ষণ করে। এই আর কি। অসহায় বাংলাদেশ চিরকালই ধর্ষিত। আর জনগণ দর্শক হয়ে, শুধু দর্শন করেই বিনোদিত।
Posted on: Tue, 22 Jul 2014 09:29:48 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015