বেশ কিছুদিন আগে আমি একটা - TopicsExpress



          

বেশ কিছুদিন আগে আমি একটা আর্টিকেল পড়েছিলাম । আর্টিকেলটির নাম হলো দ্যা ইস্যু অফ ফারাক্কা। লিখেছেন ডঃ মুহাম্মদ ওমর ফারুক। তিনি লিখেছেন ‘The Farakka Barrage Project has been undertaken by India in order to provide head water supplies for maintaining and stabilizing the flow of Bhagirathi-Hooghly, the name of Ganga in its lower reaches in India. This project is vital for the port and city of Calcutta and for the economy of the vast hinterland of the port.” [Begum, p. 17] পশ্চিম বাংলার বন্দর নগর কলকাতার আশেপাশের বিশাল অঞ্চলের অর্থনৈতিক সুবিধার জন্য ভাগীরথী হুগলী নদীর পানি প্রবাহকে নিয়ন্ত্রিত করার প্রয়োজন ছিল। তাই ফারাক্কা বাঁধ প্রকল্পটি ভারত বাস্তবায়ণ করতে চেয়েছিল ।
Posted on: Sun, 04 Aug 2013 03:05:21 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015