বিশাল বিশাল ফেস্টুন, - TopicsExpress



          

বিশাল বিশাল ফেস্টুন, ব্যানার আর বিলবোর্ড। টিভি আর পত্রিকায় লম্বা বিজ্ঞাপনের মহড়া। দেশের দামি দামি সব কেন্দ্রে সম্মেলন করে সংবর্ধনা দেয়ার হুল্লোড়। যা যা করার সবই করেছে আমাদের সরকার ও সরকারি দল। কারণ জননেত্রী নাকি সমুদ্র জয় করেছেন:-D যার আয়তন নাকি ১৮,৮১৩ কিঃমিঃ :-D কিন্তু আমি বলি কি, সবই ঠিক আছে। মানলাম বিশাল আকারের এরিয়া তিনি জয় করেছেন :-D কিন্তু আমরা কি বঙ্গোপসাগরের এই হিউজ পরিমানের লোনা পানি দিয়ে ওজু - গোসল করবো? :-D Blue Economy অর্থাৎ সমুদ্র ভিত্তিক অর্থনীতি টেকসই উন্নয়নের স্বার্থে খুবই গুরুত্বপূর্ণ। এই অর্থনীতির মাধ্যমে দেশ হতে পারে উন্নত দেশ এবং কর্মসংস্থান হতে পারে লাখো মানুষের। বিশ্বের উন্নত রাষ্ট্র সমূহ এই অর্থনীতি নিয়ে আজ আরো সামনে এগিয়ে যাচ্ছে। আজ খবর বেরিয়েছ যে, ইতোমধ্যে ভারত - মায়ানমার তাদের সমুদ্র ব্লকে তেল - গ্যাস সহ যাবতীয় সম্পদ অনুসন্ধানে অনেক দূর এগিয়ে গেছে। আর আমরা এখনো সমুদ্র জয়ের ফেস্টুন রঙ করায় ব্যস্ত :-D আসলে দেশটা কে এগিয়ে নিতে কাজের দরকার। দরকার দক্ষ, সৎ ও প্রচারে নয় কর্মে উৎসাহি একদল নেতার। ব্যানার ফেস্টুন প্রিয় নেতা নয়:-D
Posted on: Mon, 10 Nov 2014 16:15:42 +0000

Trending Topics



"sttext" style="margin-left:0px; min-height:30px;"> 17 Years After Gun Bans in Australia …Police Say Gun Crime is
This may be strange to you, but it is about Tibet and also about
On essaie de faire la plus grande chaine du monde pour la
I s l e k Wanderwoche vom 07. bis 10. Oktober 2013 Ein Angebot

Recently Viewed Topics




© 2015