বিশ্ব ইজতেমার কারণে - TopicsExpress



          

বিশ্ব ইজতেমার কারণে এবার নয় দিন পিছিয়ে যাচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এবার এসএসসি ও সমমানে আবশ্যিক বিষয়ের পরীক্ষা চলবে ৯ ফেব্রুয়ারি থেকে ১৩ মার্চ পর্যন্ত। ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ১৬ মার্চ থেকে। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী জানান, বুধবার এই পরীক্ষাসূচি অনুমোদন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “গত কয়েক বছর ফেব্রুয়ারির শুরুতেই এসএসসি পরীক্ষা শুরু হলেও এবার বিশ্ব ইজতেমার কারণে কয়েক দিন পিছিয়ে দেয়া হয়েছে।” আগামী ২৪ জানুয়ারি ইজতেমার প্রথম দফা শুরু হয়ে শেষ হবে ২৬ জানুয়ারি। এরপর চার দিন বিরতি দিয়ে ৩১ জানুয়ারি দ্বিতীয় দফায় ইজতেমা শুরু হবে, চলবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত।
Posted on: Wed, 27 Nov 2013 12:46:03 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015